প্রতিনিধি মঠবাড়িয়া(পিরোজপুর)
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় সেনাবাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্র,চোরাই মোবাইল,নগদ টাকা,ক্যামেরা উদ্ধার সহ একাধিক হত্যা ও মাদক মামলার চার ব্যক্তিকে আটক করা হয়েছে।শুক্রবার দিবাগত (১২ অক্টোবর)রাত ৩ টায় মঠবাড়িয়া সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আশফাক এর নেতৃত্বে এ সব দেশীয় অস্ত্র, মাদক উদ্ধার ও চার ব্যক্তিকে আটক করা হয়।
সেনাবাহিনীর হাতে আটক হওয়া ব্যক্তিরা হলেন,ধসনীসাফা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে হাফিজুর রহমান হাফিজ (২০),নাসির শিকদারের ছেলে নাজমুল শিকদার ওরফে কালিয়া, (২১)কুদ্দুস মুন্সির ছেলে ফাহাদ (১৮) ও রিপন হাওলাদার ছেলে মোঃ তৌহিদুল ইসলাম (১৮)
সেনাবাহিনীর ক্যাম্পসূএে জানা গেছে,
গোপন সূত্রের ভিত্তিতে ১২ অক্টোবর রাত আনুমানিক ৩ ঘটিকায় মঠবাড়িয়া সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আশফাক এর নেতৃত্বে উপজেলার ধানীসাফা গ্রামে মাদক ও অস্ত্র উদ্ধারের জন্য মঠই বাড়ীতে যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযান শেষে দেশীয় ধারালো অস্ত্র ৪টি রামদা,১টি চাপাতি,১টি চাইনিজ কুড়াল,১৩৫ পিচ ইয়াবা,২০ গ্রাম গাঁজা,নগদ ১৫,৯০০ টাকা,৮টি চোরাই মোবাইল,১টি ক্যামেরা উদ্ধার করা হয়। এ সময় কুখ্যাত মাদক সম্রাট মোঃ হাফিজুর রহমান হাসিব, নাজমুল শিকদার ওরফে কালিয়া,মোঃ ফাহাদ,মোঃ তৌহিদুল ইসলাম কে হাতেনাতে আটক করা হয়।মঠবাড়িয়া সেনা ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আশফাক জানান,আটক হওয়া নাজমুল শিকদার ওরফে কালিয়ার বিরুদ্ধে ২ টি হত্যা ও ৭ টি মামলা ও কুখ্যাত মাদকসম্রাট হাফিজুর রহমান হাফিজ এর বিরুদ্ধে ৩টি মামলা রয়েছে।
আটককৃতদের মঠবাড়িয়া সেনা ক্যাম্প-এ প্রাথমিক জিজ্ঞাসা শেষে মঠবাড়িয়া থানায় উদ্ধারকৃত সামগ্রীসহ হস্তান্তর করা হয়। মঠবাড়িয়া থানা কর্তৃপক্ষ আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
এ বিষয় মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান,যৌথ বাহিনীর অভিযানে আটক হওয়া চার ব্যক্তির বিরুদ্ধে আইনানক ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।