ভোর ৫:০৩, বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১৯ জানুয়ারিকে জাতীয় শিক্ষক দিবস ঘোষণার দাবিতে ভান্ডারিয়ায় মানববন্ধন ভান্ডারিয়ায় বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের মূলহোতা আটক ভান্ডারিয়ায় বিএনপি’র উদ্যোগে দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ভান্ডারিয়ায় পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত ভান্ডারিয়ায় তারেক রহমানের নির্দেশে দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ মঠবাড়িয়ায় মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে নকলে মহা উৎসবে! দুই শিক্ষককে অব্যাহতি, এক পরীক্ষার্থী বহিষ্কার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট: সেবা পাচ্ছে না উপজেলার ২ লক্ষাধিক মানুষ পিরোজপুরে চাকুরী জাতীয়করণের দাবিতে শিক্ষক প্রতিনিধি সভা অনুষ্ঠিত পিরোজপুরে প্রধান উপদেষ্টার তহবিল থেকে বাস ও মিনি বাস শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ পিরোজপুরে প্রধান উপদেষ্টার তহবিল থেকে বাস ও মিনি বাস শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ

মঠবাড়িয়ায় মসজিদ এর ইমামের জমিসহ দোকানঘর দখল ও মালামাল লুটের ঘটনায় সেনা ক্যাম্পে অভিযোগ  

নিজস্ব প্রতিবেদক

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বাদুরতলী গ্রামের হাবিবুর রহমান নামে এক মসজিদের ইমাম এর জমিসহ দোকানের মালামাল লুট,ভাংচুর করে দখলের ঘটনায়   প্রতিপক্ষ জয়নাল হোসেনের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে সেনা ক্যাম্পে।

 অতি সম্প্রতি মসজিদের ইমাম হাবিবুর রহমান মঠবাড়িয়া সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডারের কাছে দখল করে নেওয়া জমি ও দোকান ঘর ফিরে পাবার জন্য এ অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়,সাপলেজা ইউনিয়নের বাদূরতলী গ্রামের মৃত নাদের আলীর ছেলে ইমাম হাবিবুর রহমানের ক্রয় সূএে মালিক নীলপুর বাজারে ৬৫ ফুট লম্বা ১৬ ফুট চওড়া একটি ইট,সিমেন্ট,বালু ও মুদি মনোহরি দোকানের জমির মালিকানা নিয়ে পাশ্ববর্তী একই ইউনিয়নের বুখাইতলা বান্ধবপাড়া গ্রামের মৃত আঃমজিদ মিয়ার ছেলে জয়নালের সাথে দীর্ঘদিন বিরোধ চলছিল।ওই বিরোধের জেরে ইমামের দীর্ঘদিনের ভোগদখলীয় জমির মধ্যে জয়নাল জমি পাবেন এমন অভিযোগ তুলে স্থানীয় ওয়ার্ড  আঃলীগ নেতা-কর্মীদের সহায়তায় ক্যাডার বাহিনী নিয়ে ইমাম হাবিবুর রহমানের দোকান ভাংচুর ও মালামাল লুট করে।এ নিয়ে শালিস বৈঠক হলে উভয় পক্ষের মনোনীত শালিসগন প্রতিপক্ষ জয়নাল কে এক লক্ষ টাকা জরিমানা করেন। জয়নাল জরিমানার টাকা দিতে নানা টালবাহানা শুরু করার এক পর্যায়ে সম্প্রতি সাপলেজা বাবুরহাটে সড়ক দূর্ঘটনায়  নিহত এক ব্যক্তির পরিবারের মঠবাড়িয়া থানায় দায়ের করা মামলায় পুলিশ কে ম্যানজে করে ওই মামলায় গ্রেপ্তার হওয়া আসামীর স্বীকারোক্তি মূলক জবান বন্দীতে ইমাম হাবিবুর রহমান কে জড়িয়ে এলাকা ছাড়া করেন।এই সুযোগে ইমামের দোকান ঘর দলবল নিয়ে দখল করে ওয়ার্ড আঃলীগ এর কাছে অফিস করার জন্য বাড়া দেয় জয়নাল।ইমাম হাবিবুর রহমান আসামীর স্বীকারউক্তিমূলক জবানবন্দী দেওয়া জড়ানো  অভিযোগ থেকে অব্যাহতি পেলেও দখল হওয়া জমি ও দোকান ঘর ফেরত পাননি।  অবশেষে নিরুপায় হয়ে হাবিবুর রহমান সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারের কাছে অভিযোগ দিলে সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার বিষয়টি জরুরী ভিওিতে থানা পুলিশের কাছে নিষ্পত্তির জন্য প্রেরন করেন।

মসজিদের ইমাম হাবিবুর রহমান জানান,প্রতিপক্ষ জয়নাল আমার সাব কবলা দলিল মূলে মালিকানা জমি ও দোকানের মালামাল লুট,ভাংচুর এবং মিথ্যা অভিযোগে  আমাকে এলাকা ছাড়া করে দীর্ঘদিনের ভোগদখলীয় জমি এবং দোকান ঘর দখল করে নেয়।

এ বিষয় প্রতিপক্ষ জয়নাল তার বিরুদ্ধে আনীত স্বীকার করে বলেন,দোকান ঘরের মধ্যে আমি জমি পাবো।সে কারনে জমি ও দোকান ঘর দখল করা হয়েছে। 

Share:

More Posts