ভোর ৫:২৭, বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১৯ জানুয়ারিকে জাতীয় শিক্ষক দিবস ঘোষণার দাবিতে ভান্ডারিয়ায় মানববন্ধন ভান্ডারিয়ায় বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের মূলহোতা আটক ভান্ডারিয়ায় বিএনপি’র উদ্যোগে দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ভান্ডারিয়ায় পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত ভান্ডারিয়ায় তারেক রহমানের নির্দেশে দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ মঠবাড়িয়ায় মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে নকলে মহা উৎসবে! দুই শিক্ষককে অব্যাহতি, এক পরীক্ষার্থী বহিষ্কার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট: সেবা পাচ্ছে না উপজেলার ২ লক্ষাধিক মানুষ পিরোজপুরে চাকুরী জাতীয়করণের দাবিতে শিক্ষক প্রতিনিধি সভা অনুষ্ঠিত পিরোজপুরে প্রধান উপদেষ্টার তহবিল থেকে বাস ও মিনি বাস শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ পিরোজপুরে প্রধান উপদেষ্টার তহবিল থেকে বাস ও মিনি বাস শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ

মঠবাড়িয়ায় মোবাইল কোর্টে চার চালকদের জরিমানা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পরিবহন সুরক্ষায় আইন লঙ্ঘন ও নিরাপত্তা ঝুঁকির কারণে   ট্রাকে অতিরিক্ত কাঠ বোঝাইর অপরাধে চার চালকদেরকে জরিমানা করা হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) রাতে মঠবাড়ীয়া- ভান্ডারিয়া সড়কে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম।
এসময় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ধারণ ক্ষমতার অতিরিক্ত গাছ বোঝাই চারটি ট্রাক আটক করা হয়।
উক্ত ট্রাক চালকদেরকে বন আইন, ১৯২৭ অনুযায়ী সর্বমোট একুশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এর আগেও একাধিক বার একই ঘটনায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম গণমাধ্যম কে জানান,জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

Share:

More Posts