ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডারিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দুস্থ ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সকালে ভিটাবাড়ীয়া ইউনিয়নসহ বিভিন্ন স্থানে ভান্ডারিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আহম্মদ সোহেল মনজুর সুমনের নেতৃত্বে কয়েক হাজার কম্বল বিতরণ করা হয়।
এই মানবিক কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব মো. মনির হোসেন আকন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আ. হাই হাওলাদার, যুগ্ম আহ্বায়ক শিকদার জাকির হোসেন বাচ্চু, দপ্তর সম্পাদক আবুল কালাম আজাদ (মলাদ জোমাদ্দার), মো. এনামুল কবির জোমাদ্দার, খান আমীর হোসেন ইকবাল, মো. ফারুক হোসেন, শ্রমিক দলের সভাপতি মো. ইমান আলী ফরাজী এবং সাধারণ সম্পাদক মো. আল আমিন মুন্সি।
বক্তব্যে আহ্বায়ক আহম্মদ সোহেল মনজুর সুমন বলেন,দেশনায়ক তারেক রহমানের নির্দেশে আমরা পুরো উপজেলায় শীতবস্ত্র বিতরণ করছি। আপনারা বিএনপিকে ভোট দিয়ে ক্ষমতায় আনলে ভান্ডারিয়া, কাউখালী এবং নেছারাবাদের উন্নয়ন আরও দ্রুত হবে।