পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরে প্রধান উপদেষ্টার তহবিল থেকে বাস, মিনি বাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সদস্য শ্রমিকদের জন্য শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বুধবার সকাল ১১টায় পিরোজপুর জেলা বাস টার্মিনালের সামনে এই আয়োজন করা হয়, যেখানে তিন শতাধিক শ্রমিকের মাঝে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর জেলা বাস, মিনি বাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ আলমগীর হোসেন।
প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক আলাউদ্দিন ভূঁইয়া জনি, সদর উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশীদ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, এবং বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক গাজী মাসুম।
উপস্থিত অতিথিরা এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।