পিরোজপুরের ভান্ডারিয়ায় ১৩ জানুয়ারি (সোমবার) উপজেলা প্রশাসনের উদ্যোগে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন করা হয়েছে।
সকালে “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য সামনে রেখে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে বিহারী লাল মিত্র পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
পরে বিদ্যালয় মাঠে আন্ত:ইউনিয়ন ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে উপজেলা নির্বাহী অফিসার মো. ইয়াছিন আরাফাত রানা সভাপতিত্ব করেন। আলোচনায় অংশ নেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার, অফিসার ইনচার্জ আহম্মেদ আনওয়ার এবং ছাত্র প্রতিনিধি মো. আব্দুল্লাহ আল রাফী ও গাজী তৌফিক হোসাইন।
অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় তেলিখালী ও ইকড়ি ইউনিয়ন পরিষদের খেলোয়াররা অংশগ্রহণ করেন।