ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
ভান্ডারিয়া উপজেলা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট নির্দেশনায়, বিএনপি বা অন্য কোনো বিএনপি নেতার নাম ভাঙিয়ে চাঁদাবাজি, দখলদারিত্ব, সালিশ বাণিজ্য ও ভয়ভীতি প্রদর্শনসহ কোনো প্রকার বেআইনি কার্যক্রম সংঘটিত করলে, অথবা এমন কোনো কার্যক্রমের প্রস্তুতি নিলে, আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে বলা হয়েছে। এমন ব্যক্তিকে আটক করে প্রশাসনের কাছে হস্তান্তরের অনুরোধ জানানো হয়েছে।
এই ঘোষণা দিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক আহম্মেদ মঞ্জুর সুমন, যিনি জেলা বিএনপির সদস্যও। তিনি আরও জানান, বিভিন্ন রাজনৈতিক ছত্রচ্ছায়ায় বা প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে কিছু ব্যক্তি আর্থিক লেনদেনে লিপ্ত আছেন, যা চাঁদাবাজির শামিল। বিষয়টি তাদের দৃষ্টিগোচর হয়েছে, এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে কাউকে লিপ্ত হতে দেখা গেলে তা আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করার আহ্বান জানানো হয়েছে।
গত রোববার সন্ধ্যায় ভান্ডারিয়া উপজেলা বিএনপির পক্ষ থেকে মাইকিং করা হয়। স্থানীয় বাসিন্দারা বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন, কারণ এটি প্রকাশ্যে নিজেদের দোষ স্বীকারের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশে সতর্কবার্তা প্রদান করেছে।
এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কিছু বাসিন্দা ও ব্যবসায়ী অভিযোগ করেছেন, বিএনপি এবং অন্যান্য দলের নাম ভাঙিয়ে এলাকায় ‘নীরব চাঁদাবাজি’ চলছে। এ থেকে নিস্তার পেতে তারা স্থানীয় প্রশাসনের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক আহম্মেদ মঞ্জুর সুমন বলেন, “ভান্ডারিয়া উপজেলা বিএনপি জনগণকে সতর্ক করার জন্য এই উদ্যোগ নিয়েছে। আমরা নিশ্চিত যে, এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে উপজেলা বিএনপির কোনো সম্পর্ক নেই এবং আমরা এর পূর্ণ বিরোধিতা করি।”
এ ব্যাপারে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ আনওয়ার জানিয়েছেন, “যে কোনো দলের নেতা বা কর্মী হোক না কেন, অভিযোগ পাওয়া মাত্র আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং তাকে কোনো ছাড় দেওয়া হবে না।