ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়ায় ইমাদ পরিবহনের নতুন কাউন্টার রবিবার বিকেল ৫টায় বাসস্ট্যান্ডে উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন ইমাদ পরিবহনের চেয়ারম্যান আজম খান।
আজম খান জানান, এই নতুন কাউন্টারটি উদ্বোধনের ফলে ভান্ডারিয়া এবং আশপাশের এলাকার যাত্রীরা সহজেই পরিবহন সেবা গ্রহণ করতে পারবেন। এটি যাত্রীদের জন্য উন্নত সেবা প্রদান করবে এবং নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জাল, সাবেক সদর ইউপি চেয়ারম্যান গোলাম সরওয়ার জোমাদ্দার, ইমাদ পরিবহনের এমডির মুখপাত্র হুমাইন কবির, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন, ভান্ডারিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।