মোঃ কবির হোসেন, বরগুনা প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটায় হার্ডওয়ার ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রির অভিযোগে শিপন দাস (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে কোস্ট গার্ড। শনিবার (২১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে পাথরঘাটা বাজারের দক্ষিণ গলির স্বপন ট্রেডার্সে অভিযান চালিয়ে তার দেহ তল্লাশি করে ২২৯ পিস ইয়াবা, নগদ ১,৪৪০ টাকা এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মো. সাব্বির আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। আটক শিপন দাস পাথরঘাটা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মৃত প্রবীণ ব্যবসায়ী স্বপন দাসের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।
আটককৃত শিপন দাসকে জব্দকৃত আলামতসহ পাথরঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে। পরে তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে সোপর্দ করা হলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।