ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি:
মহান বিজয় দিবস উপলক্ষে ভান্ডারিয়া উপজেলা বিএনপির উদ্যোগে বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৪টায় পৌর শহরের মডেল মসজিদ চত্বর থেকে কেন্দ্রীয় নেতা ও ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মোঃ মাহমুদ হোসেনের নেতৃত্বে এ র্যালি শুরু হয়।
বিজয় র্যালিতে হাজারো নেতাকর্মী ব্যানার, ফেস্টুন, জাতীয় পতাকা ও দলীয় পতাকা নিয়ে অংশগ্রহণ করেন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে ভান্ডারিয়া কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সংক্ষিপ্ত এক পথসভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নেতা মোঃ মাহমুদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সোহাগ। এছাড়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান, এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন বিপ্লব বক্তব্য রাখেন।
বক্তারা বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দলের কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।