মোঃ কবির হোসেন
বরগুনা প্রতিনিধি
বরগুনার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল নিয়োগ এবং মানসম্মত চিকিৎসা সেবার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বেলা ১১টার দিকে পাথরঘাটা গোল চত্বরে পাথরঘাটা উপজেলার বাসিন্দাদের উদ্যোগে এ মানববন্ধন আয়োজিত হয়।
ইমাম হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন অ্যাড. নুরুল ইসলাম, মির্জা শহিদুল ইসলাম খালেদ, যুবদল নেতা এরফান আহম্মেদ সোয়েন, সাংবাদিক আমিন সোহেল, সমাজসেবক মেহেদী শিকদার, এবং ইঞ্জিনিয়ার হাসিবুল্লাহ।
বক্তারা বলেন, পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ জন চিকিৎসকের পদ থাকলেও বর্তমানে মাত্র একজন চিকিৎসক কর্মরত আছেন। এটি প্রায় পৌনে দুই লাখ মানুষের জন্য পর্যাপ্ত নয়। দ্রুত চিকিৎসকসহ প্রয়োজনীয় জনবল নিয়োগের দাবি জানান বক্তারা।