ভোর ৫:২৮, বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১৯ জানুয়ারিকে জাতীয় শিক্ষক দিবস ঘোষণার দাবিতে ভান্ডারিয়ায় মানববন্ধন ভান্ডারিয়ায় বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের মূলহোতা আটক ভান্ডারিয়ায় বিএনপি’র উদ্যোগে দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ভান্ডারিয়ায় পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত ভান্ডারিয়ায় তারেক রহমানের নির্দেশে দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ মঠবাড়িয়ায় মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে নকলে মহা উৎসবে! দুই শিক্ষককে অব্যাহতি, এক পরীক্ষার্থী বহিষ্কার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট: সেবা পাচ্ছে না উপজেলার ২ লক্ষাধিক মানুষ পিরোজপুরে চাকুরী জাতীয়করণের দাবিতে শিক্ষক প্রতিনিধি সভা অনুষ্ঠিত পিরোজপুরে প্রধান উপদেষ্টার তহবিল থেকে বাস ও মিনি বাস শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ পিরোজপুরে প্রধান উপদেষ্টার তহবিল থেকে বাস ও মিনি বাস শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ

পিরোজপুরে শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ ও শীতবস্ত্র বিতরণ করলেন এসপি

পিরোজপুরে কোরআন ও শীতবস্ত্র বিতরণ

“মানবতা বোধ জাগ্রত হোক, বিবেকের তাড়নায়”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে বাজুকাটি নুরুল কুরআন নুরিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ এবং আড়াই শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

রোববার (১৫ ডিসেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পুলিশ সুপার (এসপি) খাঁন মুহাম্মদ আবু নাসের। তিনি শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ ও শীতবস্ত্র বিতরণ করেন এবং বলেন, জেলা পুলিশ সবসময় জনগণের পাশে থেকে যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত। এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ মো. সোবহান, ডিআইও-১ এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা। এছাড়াও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন।

এই উদ্যোগ পিরোজপুর জেলা পুলিশের সামাজিক দায়িত্ববোধ এবং মানবিক কর্মকাণ্ড পরিচালনায় তাদের অঙ্গীকারের প্রতিফলন।

Share:

More Posts