রাত ২:১০, বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১৯ জানুয়ারিকে জাতীয় শিক্ষক দিবস ঘোষণার দাবিতে ভান্ডারিয়ায় মানববন্ধন ভান্ডারিয়ায় বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের মূলহোতা আটক ভান্ডারিয়ায় বিএনপি’র উদ্যোগে দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ভান্ডারিয়ায় পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত ভান্ডারিয়ায় তারেক রহমানের নির্দেশে দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ মঠবাড়িয়ায় মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে নকলে মহা উৎসবে! দুই শিক্ষককে অব্যাহতি, এক পরীক্ষার্থী বহিষ্কার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট: সেবা পাচ্ছে না উপজেলার ২ লক্ষাধিক মানুষ পিরোজপুরে চাকুরী জাতীয়করণের দাবিতে শিক্ষক প্রতিনিধি সভা অনুষ্ঠিত পিরোজপুরে প্রধান উপদেষ্টার তহবিল থেকে বাস ও মিনি বাস শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ পিরোজপুরে প্রধান উপদেষ্টার তহবিল থেকে বাস ও মিনি বাস শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ

মহান বিজয় দিবসে নাজিরপুরে ‘নবনীতা’ স্টলের বিপুল সাড়া

মহান বিজয় দিবসে নাজিরপুরে ‘নবনীতা’ স্টলের বিপুল সাড়া

মহান বিজয় দিবস উপলক্ষে পিরোজপুরের নাজিরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত বিজয় মেলায় ‘নবনীতা’ স্টলটি ব্যাপক সাড়া ফেলেছে। উপজেলা আইসিটি কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এই স্টলে হার পাওয়ার প্রকল্পের আইটি সার্ভিস ব্যাচের প্রশিক্ষণার্থীরা তাদের ই-কমার্স ভিত্তিক ফেসবুক পেজের মাধ্যমে পণ্য প্রদর্শন ও বিক্রয় করেন।

স্টলটির মূল আকর্ষ, স্টলটিতে শাড়ি, সালওয়ার কামিজ, কসমেটিকস, জুয়েলারি, বিশেষ পিঠা, ফুচকা, ফুল এবং বইয়ের সমাহার ছিল। এটি দর্শকদের প্রধান আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এবং সর্বোচ্চ বিক্রির রেকর্ড গড়ে।

উদ্যোক্তাদের পরিচিতি,স্টলটিতে অংশ নেওয়া উদ্যোক্তারা বিভিন্ন পণ্য বিভাগে কাজ করেছেন। শাড়ির কথা বাসন্তী মন্ডল, বৃষ্টি, স্বর্ণালী, দিপা, জিষা, নুরজাহান, দেশীয় খানাপিনা: ফাতেমা আক্তার, শার্ম্মী, মৌলি, তনিমা, তাহরিমা, তামান্না, শারমিন. সাহিত্য দিগন্ত: শতাব্দী মিস্ত্রী, পাপড়ি, সুমাইয়া, রহিমা, সাকরি ড্রেস কর্নার কালেকশন: ফারজানা আফরোজ, নাফিসা, মনিষা, সোনিয়া, ইসরাত, সাজঘর: মনিষা বেপারী, তিথী, পূর্ণিমা, ঐশী, মিতালী, নিপু, এশা, স্বর্ণা,ফুচকার আড্ডা: জান্নাতুল ফেরদৌসি, সুমাইয়া, আয়শা, নাসরিন, সাদিয়া, মিম, সুমাইয়া, তিশা,শাড়ীঘর: ববিতা বেপারি, সাদিয়া, প্রিয়ংকা, তাওহিদা, নুপুর, হাসিবা

উপজেলা সহকারী প্রোগ্রামারের বক্তব্য:উপজেলা সহকারী প্রোগ্রামার মো. আবুল হাসান বলেন, “মেলায় স্টলটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। আমরা মেয়েদের ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স প্রশিক্ষণ দিয়েছি। এই মেলায় অংশগ্রহণের মাধ্যমে তারা গ্রাহকদের সঙ্গে যোগাযোগ, পণ্য বিক্রয় এবং হিসাব-নিকাশের অভিজ্ঞতা অর্জন করেছে। এটি তাদের ভবিষ্যতের জন্য বিশেষভাবে উপকারী হবে।

সহযোগিতাকারীরা:স্টল সাজানো ও পণ্য নির্বাচনে বিশেষ ভূমিকা রাখেন হার পাওয়ার প্রকল্পের প্রশিক্ষক রাকিবুল আলম এবং ফিল্ড আইটি টেকনিশিয়ান মো. জুয়েল হোসেন।

‘নবনীতা’ স্টলের এমন সাফল্য প্রশিক্ষণার্থীদের আত্মবিশ্বাস এবং উদ্যোক্তা মানসিকতা বিকাশে বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

Share:

More Posts