নিজস্ব প্রতিবেদক
মঠবাড়িয়া উপজেলা প্রেসক্লাবের ২০২৪-২৭ সালের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
এতে সভাপতি পদে দৈনিক সংবাদ ,বাংলাদেশ টুডে মঠবাড়িয়া প্রতিনিধি মজিবর রহমান এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক সকালের সময় অপরাধ জগত মঠবাড়িয়া প্রতিনিধি মো. হারুন-অর-রশিদ নির্বাচিত হন।
শুক্রবার (২৫অক্টোবার) রাতে প্রেসক্লাব কার্যালয়ে সাংবাদিকদের মতামতের ভিত্তিতে ২১ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যরা হলেন,সহ-ভাপতি রফিকুল ইসলাম টুকু (দৈনিক আলোকিত সংবাদ), সহ-সভাপতি তরিকুল ইসলাম মনোয়ার (দৈনিক জনতা), যুগ্ম-সাধারণ সম্পাদক তাজউদ্দিন আহম্মেদ টুকু (দৈনিক আলোকিত সংবাদ), সাংগঠনিক সম্পাদক ফেরদৌস (দৈনিক বাংলাদেশ সমাচার), দপ্তর সম্পাদক মো. বেল্লাল জোমাদ্দার (দৈনিক সংবাদ সকাল), অর্থ সম্পাদক মো. মিজানুর রহমান (দৈনিক দেশ বুলেটিন),প্রচার ওপ্রকাশনা সম্পাদক মেহিদী হাছান(মর্নিং পোষ্ট),ক্রীয়া সম্পাদক মতিয়ার রহমান (দৈনিক বিজয়সকাল), মহিলা বিষয় সম্পাদক মিসেস সালমা বেগম(দৈনিক বিপ্লবী বাংলাদেশ),আইন বিষয়ক সম্পাদক রুম্মান মল্লিক (দৈনিক সামজসেবা),আপ্যায়ন বিষয়ক সম্পাদক আল-আমিন হাওলাদার(দৈনিক অগ্রযাত্রা),সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ জিয়া খান (দৈনিক জনতা),ধর্ম বিষয়ক সম্পাদক আবু ছালেহ দৈনিক এশিয়া বাণী)
কার্যনির্বাহী সদস্যরা হলেন মঠবাড়িয়া সময় আবু কালাম জমাদ্দার,দৈনিক বাংলা সময় মাহমুদুন্নবী,দৈনিক অগ্নি শিখা হাসান খন্দকার,দৈনিক বিজয় সকাল খলিল মোল্লা,দৈনিক সমাজসেবা তৌহিদুল ইসলাম মামুন ।
মঠবাড়য়া উপজেলা প্রেসক্লাবের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ বলেন সাংবাদিকতার সমৃদ্ধির লক্ষ্যে অত্র প্রতিষ্ঠানে সৎ, সাহসী, ক্ষুরধার লেখনী ও বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে আরো বেগবান করার প্রত্যয় ব্যক্ত করে কার্যনির্বাহী কমিটি করা হয়।