নিজস্ব প্রতিবেদক
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব রফিউদ্দিন আহমেদ ফেরদৌসকে রাজধানীর উত্তরায় তার ব্যবসা প্রতিষ্ঠান মোজা ফ্যাক্টরি থেকে আটক করেছে তুরাগ থানা পুলিশ।
বুধবার(১৬ অক্টোবর)দুপুর দুইটার সময় তাকে আটক করে তুরাগ থানায় নেওয়া হয়।
তুরাগ থানা অফিসার ইন চার্জ(ওসি)মোঃ রাহাত খান মুঠোফোনে তার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,মঠবাড়িয়া উপজেলা আঃলীগ সভাপতি ও সাবেক পৌর মেয়র রফিউদ্দিন আহমেদ ফেরদৌস কে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ দিকে তার আটকের বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
রফিউদ্দিন আহমেদ ফেরদৌস দীর্ঘদিন মঠবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আঃলীগ এর সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।