রাত ২:০৯, বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১৯ জানুয়ারিকে জাতীয় শিক্ষক দিবস ঘোষণার দাবিতে ভান্ডারিয়ায় মানববন্ধন ভান্ডারিয়ায় বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের মূলহোতা আটক ভান্ডারিয়ায় বিএনপি’র উদ্যোগে দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ভান্ডারিয়ায় পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত ভান্ডারিয়ায় তারেক রহমানের নির্দেশে দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ মঠবাড়িয়ায় মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে নকলে মহা উৎসবে! দুই শিক্ষককে অব্যাহতি, এক পরীক্ষার্থী বহিষ্কার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট: সেবা পাচ্ছে না উপজেলার ২ লক্ষাধিক মানুষ পিরোজপুরে চাকুরী জাতীয়করণের দাবিতে শিক্ষক প্রতিনিধি সভা অনুষ্ঠিত পিরোজপুরে প্রধান উপদেষ্টার তহবিল থেকে বাস ও মিনি বাস শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ পিরোজপুরে প্রধান উপদেষ্টার তহবিল থেকে বাস ও মিনি বাস শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ

মঠবাড়িয়ায় সাবেক এমপি,উপজেলা চেয়ারম্যান সহ ৩ শতাধিক আ.লীগ নেতা-কর্মীদের বিরুদ্ধে থানায় বিএনপির দুটি মামলা

নিজস্ব প্রতিবেদক
  পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয় ভাংচুর,অগ্নি সংযোগ ও বিএনপি নেতার বাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগে মঠবাড়িয়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
 বুধবার (১৬ অক্টোবর) রাতে পৃথক এ দুটি মামলা দায়ের করা হয়। এতে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সাবেক সং ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজি,সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান,সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান রায়জিদ আহম্মেদ খান, উপজেলা আ.লীগ সভাপতি সাবেক পৌর মেয়র মো. রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, ৩ ইউপি চেয়ারম্যান সহ  আ.লীগ, যুবলীগের ৪৪ জন নামীয় এবং অজ্ঞাত ২৭০ জনকে আসামী করা হয়েছে।
উপজেলার সূর্যমনি গ্রামের বাসিন্দা মো. ফকর উদ্দিন আহম্মেদ এর ছেলে লাভু বাদী হয়ে থানায় দায়ের করা মামলায় অভিযোগ করেন,পূর্ব সবুজ নগর লেনের সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বিএনপি কার্যলয়ে গত ১৭ জুলাই‘২৪ রাতে আ.লীগ নেতৃবৃন্দ অগ্নি সংযোগ ও ভাংচুর করেন।
অপরদিকে উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের বাসিন্দা মো. মজিবর রহমানের ছেলে আহম্মেদ সোহেল থানায় দায়ের করা মামলায় উল্লেখ করেন,তার বাড়ি গত ২২ মার্চ‘২৪ বিকেল আ.লীগ নেতৃবৃন্দ ভাংচুর ও লুটপাট করেন।
উপজেলা আ.লীগ সভাপতি সাবেক ও সাবেক পৌর মেয়র মো. রফিউদ্দিন আহমেদ ফেরদৌসকে বুধবার রাতেই উত্তরায় তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তুরাগ থানা পুলিশ আটক করে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।বৃহস্পতিবার (১৭ অক্টোবর)সকালে  গ্রেপ্তার হওয়া রফিউদ্দিন আহমেদ ফেরদৌসকে পিরোজপুর আমলী আদালতে হাজির করা হলে আদালতের বিজ্ঞ বিচারকি হাকিম গোলাম রসুল শুনানী শেষে জামিন না মঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর  আদেশ দেন।
মঠবাড়িয়া থানা অফিসার ইন চার্জ (ওসি) মোঃআব্দুল্লাহ আল মামুন বিএনপির থানায় দায়ের করা পৃথক দুটি মামলার সত্যতা নিশ্চিত করে বলেন,আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।

Share:

More Posts