নিজস্ব প্রতিবেদক
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয় ভাংচুর,অগ্নি সংযোগ ও বিএনপি নেতার বাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগে মঠবাড়িয়া থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) রাতে পৃথক এ দুটি মামলা দায়ের করা হয়। এতে পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনের সাবেক সং ডাঃ মোঃ রুস্তুম আলী ফরাজি,সাবেক উপজেলা চেয়ারম্যান আশরাফুর রহমান,সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান রায়জিদ আহম্মেদ খান, উপজেলা আ.লীগ সভাপতি সাবেক পৌর মেয়র মো. রফিউদ্দিন আহমেদ ফেরদৌস, সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, ৩ ইউপি চেয়ারম্যান সহ আ.লীগ, যুবলীগের ৪৪ জন নামীয় এবং অজ্ঞাত ২৭০ জনকে আসামী করা হয়েছে।
উপজেলার সূর্যমনি গ্রামের বাসিন্দা মো. ফকর উদ্দিন আহম্মেদ এর ছেলে লাভু বাদী হয়ে থানায় দায়ের করা মামলায় অভিযোগ করেন,পূর্ব সবুজ নগর লেনের সদর ইউনিয়ন পরিষদ সংলগ্ন বিএনপি কার্যলয়ে গত ১৭ জুলাই‘২৪ রাতে আ.লীগ নেতৃবৃন্দ অগ্নি সংযোগ ও ভাংচুর করেন।
অপরদিকে উপজেলার পশ্চিম সেনের টিকিকাটা গ্রামের বাসিন্দা মো. মজিবর রহমানের ছেলে আহম্মেদ সোহেল থানায় দায়ের করা মামলায় উল্লেখ করেন,তার বাড়ি গত ২২ মার্চ‘২৪ বিকেল আ.লীগ নেতৃবৃন্দ ভাংচুর ও লুটপাট করেন।
উপজেলা আ.লীগ সভাপতি সাবেক ও সাবেক পৌর মেয়র মো. রফিউদ্দিন আহমেদ ফেরদৌসকে বুধবার রাতেই উত্তরায় তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে তুরাগ থানা পুলিশ আটক করে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।বৃহস্পতিবার (১৭ অক্টোবর)সকালে গ্রেপ্তার হওয়া রফিউদ্দিন আহমেদ ফেরদৌসকে পিরোজপুর আমলী আদালতে হাজির করা হলে আদালতের বিজ্ঞ বিচারকি হাকিম গোলাম রসুল শুনানী শেষে জামিন না মঞ্জুর করে তাকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
মঠবাড়িয়া থানা অফিসার ইন চার্জ (ওসি) মোঃআব্দুল্লাহ আল মামুন বিএনপির থানায় দায়ের করা পৃথক দুটি মামলার সত্যতা নিশ্চিত করে বলেন,আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত আছে।