প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ৮:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২৪, ২:৫০ পূর্বাহ্ণ
মঠবাড়িয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলন- ২০২৪ অনুষ্ঠিত।
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সম্মেলন- ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ৯ টায় মডেল মসজিদের সংস্কৃতিক কেন্দ্রে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আবুল বাশার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি হারুনুর রশিদ খান,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যথাক্রমে,বরিশাল অঞ্চলের সহকারি পরিচালক ও কেন্দ্রীয় সদস্য মশিউর রহমান,বরিশাল মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার মিজানুর রহমান,পিরোজপুর জেলা কল্যাণ ফেডারেশনের সভাপতি সিদ্দিকুল রহমান খন্দকার,মঠবাড়িয়া শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা শরিফ মোঃ আঃ জলিল,পিরোজপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ শাহাজামাল জমাদ্দার,এছাড়াও বক্তব্য রাখেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-উপদেষ্টা মাওলানা আফজাল হোসাইন,আবুল কালাম আজাদ,তরিকুল ইসলাম তারেক মুনওয়ার প্রমূখ।
এ সময় উপজেলা জামায়াত ইসলামীর ১১ টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2025 দৈনিক সমাজসেবা – সত্য প্রকাশে আমরা. All rights reserved.