প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, পরিবেশের ভারসাম্য সুরক্ষা ও বজ্রপাত থেকে রক্ষা পেতে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বড় মাছুয়া ইউনিয়নের ভোলমারা থেকে নিজামিয়া পর্যন্ত পাঁচ কিলোমিটার রাস্তার দুই পাশে তাল গাছের চারা রোপণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়। উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাল গাছের চারা রোপণের শুভ উদ্বোধন করেন।
এ সময় উপজেলা বন কর্মকর্তা সুরেশ চন্দ্র মিস্ত্রি, গণমাধ্যম কর্মী, সমাজসেবক, জনপ্রতিনিধি এবং বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম জানান, পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য রাস্তায়ও উপজেলা প্রশাসনের উদ্যোগে গাছ রোপণ করা হবে।