পিরোজপুরের মঠবাড়িয়ায় ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে সৈয়দ ফজলুল করীম রহ. এর রাজনৈতিক দর্শন শীর্ষক আলোচনা ও ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মঠবাড়িয়া পৌর শহরের শহীদ মিনার চত্বরে ইসলামী যুব আন্দোলন মঠবাড়িয়া উপজেলা শাখার সভাপতি মুহা. সাইদুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আতিকুর রহমান মুজাহিদ। প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক (বরিশাল বিভাগ) সম্পাদক মাওলানা মুহাম্মদ আল আমিন। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা আল আমিন হোসাইন, সাধারণ সম্পাদক ড. মুফতি রেদওয়ান হুসাইন।
এছাড়াও বক্তব্য রাখেন জেলা যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান সিদ্দিকী, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি রহমাতুল্লাহ আল হাদি, উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি (দক্ষিণ) আরিফুল ইসলাম আদিফ, উপজেলা ছাত্র আন্দোলনের সভাপতি (উত্তর) মোঃ মিরাজুল ইসলাম, পৌর যুব আন্দোলনের সভাপতি আমিরুল ইসলাম, উপজেলা যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক আবু জাফর, দাওয়া ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফেরদৌস হোসাইন প্রমুখ।