প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ৫:১৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৮, ২০২৪, ১:৩০ অপরাহ্ণ
মঠবাড়িয়ায় মোবাইল কোর্টে চার চালকদের জরিমানা
পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় পরিবহন সুরক্ষায় আইন লঙ্ঘন ও নিরাপত্তা ঝুঁকির কারণে ট্রাকে অতিরিক্ত কাঠ বোঝাইর অপরাধে চার চালকদেরকে জরিমানা করা হয়েছে।
রোববার (২৭ অক্টোবর) রাতে মঠবাড়ীয়া- ভান্ডারিয়া সড়কে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন, উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম।
এসময় যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ধারণ ক্ষমতার অতিরিক্ত গাছ বোঝাই চারটি ট্রাক আটক করা হয়।
উক্ত ট্রাক চালকদেরকে বন আইন, ১৯২৭ অনুযায়ী সর্বমোট একুশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এর আগেও একাধিক বার একই ঘটনায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম গণমাধ্যম কে জানান,জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।
Copyright © 2025 দৈনিক সমাজসেবা – সত্য প্রকাশে আমরা. All rights reserved.