রাত ৪:১৪, বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১৯ জানুয়ারিকে জাতীয় শিক্ষক দিবস ঘোষণার দাবিতে ভান্ডারিয়ায় মানববন্ধন ভান্ডারিয়ায় বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের মূলহোতা আটক ভান্ডারিয়ায় বিএনপি’র উদ্যোগে দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ভান্ডারিয়ায় পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত ভান্ডারিয়ায় তারেক রহমানের নির্দেশে দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ মঠবাড়িয়ায় মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে নকলে মহা উৎসবে! দুই শিক্ষককে অব্যাহতি, এক পরীক্ষার্থী বহিষ্কার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট: সেবা পাচ্ছে না উপজেলার ২ লক্ষাধিক মানুষ পিরোজপুরে চাকুরী জাতীয়করণের দাবিতে শিক্ষক প্রতিনিধি সভা অনুষ্ঠিত পিরোজপুরে প্রধান উপদেষ্টার তহবিল থেকে বাস ও মিনি বাস শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ পিরোজপুরে প্রধান উপদেষ্টার তহবিল থেকে বাস ও মিনি বাস শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ

মঠবাড়িয়ায় মাদক বহন ও সেবনকারী তিন যুবকের ভ্রাম্যমান আদালতে কারাদন্ড

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় মাদক বহন ও সেবনকারী তিন যুবককে কারাদন্ডেশ দিয়েছেন ভ্রাম্যমান আদালত।
শনিবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় মঠবাড়ীয়া পৌরসভার কে.এম. লতীফ ইনস্টিটিউশন সংলগ্ন এলাকায় এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম।
এ সময়ে মাদকদ্রব্য বহন এবং সেবনরত অবস্থায় তিন যুবককে আটক করা হয়।আটক হওয়া যুবকরা হলেন উপজেলার সবুজনগর গ্রামের সচিন চক্রবর্তী ছেলে সৌরভ চক্রবর্তী (২১),আন্দারমানি গ্রামের ইমাদুল হকের ছেলে রাসেল (১৮) ও বড় হারজি গ্রামের মাহবুব খানের ছেলে ইমরান(২০)।পরে ভ্রাম্যমান আদালত কর্তৃক আটক হওয়া প্রত্যেককে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ অনুযায়ী এক হাজার টাকা করে অর্থদন্ড এবং ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবদুল কাইয়ূম গণমাধ্যমকে জানান,মাদকদ্রব্য নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত নিয়মিত চলমান থাকবে।

 

Share:

More Posts