প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৩, ২০২৫, ৫:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২৪, ১২:০২ পূর্বাহ্ণ
মঠবাড়িয়ায় ফারিয়ার কমিটি গঠন- সভাপতি মাসুদ, সম্পাদক সজিব
- স্টাফ রিপোর্টার : মানবতার মুক্তির শপথে, আমরা সবাই একসাথে এই শ্লোগানকে ধারন করে পিরোজপুরের মঠবাড়িয়ায় ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেনটেটিভ এসোসিয়েশন (ফারিয়া) এর পরিচালনা কমিটির নির্বাচন গতকাল বুধবার টিকিকাটা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এতে সর্ব সম্মতিক্রমে ল্যাব এইড ফার্মার সি. এরিয়া ম্যানেজার মোঃ মাসুদ ফরাজী সভাপতি, সাধারণ সম্পাদক ফার্মা এশিয়ার এমআইও সজিব আহমেদ ও এভারেস্ট ফার্মার এমআইও আব্দুল মজিদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।নির্বাচন পরিচালনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিসকা ফার্মার এমআইও মৃণাল কান্তি, বক্তব্য রাখেন দি একমি ল্যাব লিঃ এর এরিয়া ম্যানেজার মোঃ জাকির হোসেন, পপুলার ফার্মার এরিয়া ম্যানেজার মোঃ জুয়েল শিকদার, বেক্সিমকো ফার্মার এরিয়া ম্যানেজার মোঃ আবুল বাশার, স্কয়ার ফার্মার এরিয়া ম্যানেজার উজ্জ্বল দাস, এসিআই আল আমিন ও পপুলার ফার্মার মোঃ আকবর হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন পপুলার ফার্মার এমআইও আব্দুর রাজ্জাক।
Copyright © 2025 দৈনিক সমাজসেবা – সত্য প্রকাশে আমরা. All rights reserved.