ভোর ৫:২৬, বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১৯ জানুয়ারিকে জাতীয় শিক্ষক দিবস ঘোষণার দাবিতে ভান্ডারিয়ায় মানববন্ধন ভান্ডারিয়ায় বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের মূলহোতা আটক ভান্ডারিয়ায় বিএনপি’র উদ্যোগে দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ভান্ডারিয়ায় পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত ভান্ডারিয়ায় তারেক রহমানের নির্দেশে দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ মঠবাড়িয়ায় মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে নকলে মহা উৎসবে! দুই শিক্ষককে অব্যাহতি, এক পরীক্ষার্থী বহিষ্কার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট: সেবা পাচ্ছে না উপজেলার ২ লক্ষাধিক মানুষ পিরোজপুরে চাকুরী জাতীয়করণের দাবিতে শিক্ষক প্রতিনিধি সভা অনুষ্ঠিত পিরোজপুরে প্রধান উপদেষ্টার তহবিল থেকে বাস ও মিনি বাস শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ পিরোজপুরে প্রধান উপদেষ্টার তহবিল থেকে বাস ও মিনি বাস শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ

মঠবাড়িয়ায় দূর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা অনুমোদনকরণ কর্মশালা

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা (জেজেএস)এর উদ্যোগে দূর্যোগ ঝুঁকি হ্রাস কর্মপরিকল্পনা অনুমোদনকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে  বিশ্ব খাদ্য কর্মসূচী-WFP এর আর্থিক সহযোগিতায় ও জেজেএস এর বাস্তবায়নে এ অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম।প্রকল্প সমন্বয়কারী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মুজাহিদুল ইসলাম এর সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের উপ- সহকারী প্রকৌশলী মোঃ শাহিন মিয়ার সঞ্চালনায় বক্তব্য দেন,উপজেলা প্রকৌশলী জিয়ারুল ইসলাম,থানা পরিদর্শক আবদুল হালিম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর আবুল খায়য়ের,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা সিরাজুল ইসলাম  প্রমুখ।এ উপস্থিত ছিলেন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা ফেরদৌস ইসলাম,বিআরডিবি কর্মকর্তা তরিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মজিবুর রহমান, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী।
উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম উল্লেখিত ৩ টি ইউনিয়নের ঝুঁকি কবলিত রিপোর্ট বিষয়ে বলেন যে,এটি একটি চমৎকার কার্যক্রম এবং এটার মাধ্যমে আমরা আমাদের পরবর্তী করনীয় এবং অগ্রাধিকার ভিক্তিত্তে এই ঝুঁকি কবলিত স্থান গুলো সংস্কার পুনর্নির্মাণ করতে পারবো। পাশাপাশি সরকারী বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে সমন্নয় করে একটি কর্মপরিকল্পনা গ্রহন করা উচিৎ। এছাড়াও তিনি কর্মশালায় বিশ্ব খাদ্য কর্মসূচী-WFP ও জেজেএস এর সহযোগিতায় ঝুঁকি অগ্রাধিকার বিবেচনায় বাস্তবায়িত কাজের বিনিময় অর্থ কর্মসূচীর আওতায় ৩ টি ইউনিয়নে ৩৪ টি কাঁচা রাস্তা, ওয়াপদা ভেরীবাঁধ যাহা আনুমানিক ৩৯২০ মিটার রাস্তা সংস্কার করার বিষয়ও তুলে ধরেন।
উল্লেখ্য,বেসরকারি উন্নয়ন সংস্থা( জেজেএস) মঠবাড়িয়া  উপজেলার ৩ টি ইউনিয়নের ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি,সিআরএদল স্থানীয় ঝুঁকি কবলিত জনগোষ্ঠীর সাথে আলোচনা এবং তাদের চাহিদা অনুযায়ী আপদ থেকে সৃষ্ট সমস্যার ঝুঁকি ও ক্ষয়ক্ষতি নির্ধারণ পূর্বক সার্বিক চিত্র ওয়ার্ড, গ্রাম এবং ইউনিয়ন থেকে তুলে আনেন।

Share:

More Posts