পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এ দিবসটি পালন করা হয়েছে। এ উপলক্ষে সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে পৌর শহরে একটি বিশাল বর্ণাঢ্য র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারে গিয়ে আলোচনা সভায় মিলিত হন। পরে পৌর বিএনপির আহবায়ক কে এম হুমায়ুন কবীরের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক জসিমউদদীন ফরাজির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন,উপজেলা বিএনপির সাবেক আহবায়ক অ্যাডভোকেট রফিকুল ইসলাম বাবুল।এছাড়া আরো বক্তব্য দেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান মিজান,বিএনপি নেতা ফয়েজ আহমেদ খোকন, জাকির হোসেন মল্লিক,রিপন মুন্সি,পৌর যুবদলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন বাদল,জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ইসমাইল হোসেন হাওলাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আসাদুজ্জামান সোহেল,ছাত্রদলের যুগ্ম আহবায়ক খোকন তালুকদার প্রমুখ।এ সময় উপজেলা বিএনপি, জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।