রাত ২:০২, বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১৯ জানুয়ারিকে জাতীয় শিক্ষক দিবস ঘোষণার দাবিতে ভান্ডারিয়ায় মানববন্ধন ভান্ডারিয়ায় বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের মূলহোতা আটক ভান্ডারিয়ায় বিএনপি’র উদ্যোগে দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ভান্ডারিয়ায় পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত ভান্ডারিয়ায় তারেক রহমানের নির্দেশে দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ মঠবাড়িয়ায় মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে নকলে মহা উৎসবে! দুই শিক্ষককে অব্যাহতি, এক পরীক্ষার্থী বহিষ্কার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট: সেবা পাচ্ছে না উপজেলার ২ লক্ষাধিক মানুষ পিরোজপুরে চাকুরী জাতীয়করণের দাবিতে শিক্ষক প্রতিনিধি সভা অনুষ্ঠিত পিরোজপুরে প্রধান উপদেষ্টার তহবিল থেকে বাস ও মিনি বাস শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ পিরোজপুরে প্রধান উপদেষ্টার তহবিল থেকে বাস ও মিনি বাস শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ

মঠবাড়িয়ায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ যুব উন্নয়ন কর্মকর্তা ও ভাইকে হাতুড়ি দিয়ে পেটানো, উভয় পক্ষের নারীসহ আহত ৮

মঠবাড়িয়া, জমি বিরোধ, সংঘর্ষ, যুব উন্নয়ন কর্মকর্তা, হাতুড়ি পেটানো, আহত ৮, নারী আহত, পিরোজপুর, শেবাচিম হাসপাতাল, আইনগত ব্যবস্থা

পিরোজপুরের মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে যুব উন্নয়ন কর্মকর্তা, তার ভাই এবং দুই নারীসহ মোট আটজন আহত হয়েছেন। আজ শনিবার সকালে ধানীসাফা এলাকায় হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে (শেবাচিম) পাঠানো হয়েছে।

পিরোজপুর সদর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী কর্মকর্তা এবিএম নাসির উদ্দিন (৪৮),তার ভাই ওষুধ ব্যবসায়ী মো. মাসুম আকন (৪৫),নাসিরের স্ত্রী ফজিলা বেগম (৩২),অপরপক্ষের সাফা বন্দরের ওষুধ ব্যবসায়ী কবির হাওলাদার (৫০),কবিরের ভাই আফজাল হাওলাদার (৪৫),কবিরের ছেলে সাকিব (২০),আলামিনের স্ত্রী ফারজানা বেগম (৩৫)।

প্রাথমিক চিকিৎসার পর গুরুতর আহত এবিএম নাসির উদ্দিন, মাসুম আকন, কবির হাওলাদার এবং আফজাল হাওলাদারকে বরিশাল শেবাচিমে স্থানান্তর করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘর্ষের পর প্রতিপক্ষের স্বজনরা হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া নাসির ও মাসুম আকনের ওপর ফের হামলা চালায়। পৌর শহরের টিএন্ডটি রোডের ব্রিজে ওঁৎ পেতে থাকা হামলাকারীরা তাদের হাতুড়ি ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. চঞ্চল গোলদার বলেন, আহত আটজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর অবস্থায় চারজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, পূর্ব বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। আহত এবিএম নাসির উদ্দিনের পক্ষে লিখিত অভিযোগ পাওয়া গেছে। অপরপক্ষের কাছ থেকে এখনও কোনো অভিযোগ পাওয়া যায়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share:

More Posts