রাত ১:২২, বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১৯ জানুয়ারিকে জাতীয় শিক্ষক দিবস ঘোষণার দাবিতে ভান্ডারিয়ায় মানববন্ধন ভান্ডারিয়ায় বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের মূলহোতা আটক ভান্ডারিয়ায় বিএনপি’র উদ্যোগে দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ভান্ডারিয়ায় পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত ভান্ডারিয়ায় তারেক রহমানের নির্দেশে দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ মঠবাড়িয়ায় মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে নকলে মহা উৎসবে! দুই শিক্ষককে অব্যাহতি, এক পরীক্ষার্থী বহিষ্কার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট: সেবা পাচ্ছে না উপজেলার ২ লক্ষাধিক মানুষ পিরোজপুরে চাকুরী জাতীয়করণের দাবিতে শিক্ষক প্রতিনিধি সভা অনুষ্ঠিত পিরোজপুরে প্রধান উপদেষ্টার তহবিল থেকে বাস ও মিনি বাস শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ পিরোজপুরে প্রধান উপদেষ্টার তহবিল থেকে বাস ও মিনি বাস শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ

মঠবাড়িয়ায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মঠবাড়িয়া, ছাত্রদল, ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা, বিএনপি, ফেরদৌস হোসেন খোকন, শহীদ স্মরণ, পিরোজপুর, ছাত্রদলের নেতাকর্মী, সাংস্কৃতিক অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে বালুর মাঠ থেকে শুরু হওয়া র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভা চত্বরে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দীন ফরাজী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, সাবেক উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম রিয়াজ সহ সাবেক ও বর্তমান ছাত্রদলের নেতৃবৃন্দ। উপজেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মী ছাড়াও ১১ ইউনিয়ন থেকে প্রায় পাঁচ হাজার ছাত্রদল কর্মী র‍্যালিতে অংশ নেন। শহরের সদর রোড, ফার্মেসি রোড, এবং শহীদ মোস্তফা খেলার মাঠসংলগ্ন সড়কসহ গুরুত্বপূর্ণ রাস্তাগুলো প্রদক্ষিণ করা হয়।

মঠবাড়িয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস হোসেন খোকন মল্লিক বলেন, “দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর মুক্ত পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকী পালনের সুযোগ পেয়েছি। আমরা স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে প্রাণ হারানো শহীদদের স্মরণ করছি। আমাদের লড়াই এখনো শেষ হয়নি। দেশের মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাচ্ছি।”

ছাত্রদলের নেতারা আরও বলেন, “১৯৭৯ সালের ১ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিক্ষা, ঐক্য ও প্রগতি এই তিন মূলনীতিকে ধারণ করে ছাত্রদল প্রতিষ্ঠা করেন। আজ সংগঠনটি দেশের অন্যতম বৃহৎ ছাত্রসংগঠনে পরিণত হয়েছে।”

র‍্যালি ও আলোচনা সভার পর শহীদ মিনার চত্বরে ছাত্রদলের সাবেক নেতাদের উদ্যোগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ছাত্রদলের এই বিশাল আয়োজনে স্থানীয় রাজনীতিতে নতুন গতি ও শক্তি সঞ্চারিত হয়েছে বলে মনে করছেন নেতাকর্মীরা।

Share:

More Posts