পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় সমস্যা ও সম্ভাবনা নিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আশরাফুল আলম খান সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক এবং সুধীজনদের সাথে মতবিনিময় করেন। তিনি উপজেলার সার্বিক উন্নয়নের জন্য সকলের সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানান।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন এবং উন্নয়নমূলক কাজের উদ্বোধন করতে তিনি মঠবাড়িয়া আসেন। উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আবদুল কাইয়ূম। বিভিন্ন দফতরের কার্যক্রম পর্যবেক্ষণ শেষে জেলা প্রশাসক সন্তোষ প্রকাশ করেন এবং মঠবাড়িয়ার উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।
পরিদর্শনকালে তিনি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন এবং দুঃস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। উল্লেখযোগ্য কার্যক্রমগুলো হলো:
জেলা প্রশাসক আশরাফুল আলম খান বলেন, "মঠবাড়িয়ার উন্নয়নে সকলে মিলে একসাথে কাজ করতে হবে। বাংলাদেশ বিনির্মাণে একতাবদ্ধ প্রচেষ্টাই সফলতার চাবিকাঠি।"
উক্ত সফরে বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং সমন্বিত উন্নয়নের লক্ষ্যে দিকনির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।