রাত ১:৪৯, বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১৯ জানুয়ারিকে জাতীয় শিক্ষক দিবস ঘোষণার দাবিতে ভান্ডারিয়ায় মানববন্ধন ভান্ডারিয়ায় বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের মূলহোতা আটক ভান্ডারিয়ায় বিএনপি’র উদ্যোগে দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ভান্ডারিয়ায় পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত ভান্ডারিয়ায় তারেক রহমানের নির্দেশে দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ মঠবাড়িয়ায় মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে নকলে মহা উৎসবে! দুই শিক্ষককে অব্যাহতি, এক পরীক্ষার্থী বহিষ্কার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট: সেবা পাচ্ছে না উপজেলার ২ লক্ষাধিক মানুষ পিরোজপুরে চাকুরী জাতীয়করণের দাবিতে শিক্ষক প্রতিনিধি সভা অনুষ্ঠিত পিরোজপুরে প্রধান উপদেষ্টার তহবিল থেকে বাস ও মিনি বাস শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ পিরোজপুরে প্রধান উপদেষ্টার তহবিল থেকে বাস ও মিনি বাস শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ

মঠবাড়িয়ার উন্নয়নে সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় সভা ও উন্নয়নমূলক কার্যক্রমের উদ্বোধন

পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় সমস্যা ও সম্ভাবনা নিয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আশরাফুল আলম খান সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, সাংবাদিক এবং সুধীজনদের সাথে মতবিনিময় করেন। তিনি উপজেলার সার্বিক উন্নয়নের জন্য সকলের সমন্বিত প্রচেষ্টার আহ্বান জানান।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন এবং উন্নয়নমূলক কাজের উদ্বোধন করতে তিনি মঠবাড়িয়া আসেন। উপজেলা পরিষদ প্রাঙ্গণে ফুল দিয়ে তাঁকে স্বাগত জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আবদুল কাইয়ূম। বিভিন্ন দফতরের কার্যক্রম পর্যবেক্ষণ শেষে জেলা প্রশাসক সন্তোষ প্রকাশ করেন এবং মঠবাড়িয়ার উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেন।

পরিদর্শনকালে তিনি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন এবং দুঃস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। উল্লেখযোগ্য কার্যক্রমগুলো হলো:

  • উপজেলা পরিষদের উদ্যোগে নবনির্মিত ‘সম্প্রীতি সরোবর’ এবং শাপলা চত্বর উদ্বোধন।
  • সমাজসেবা অধিদপ্তরের আওতায় ৩০ জন দুঃস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার এবং কম্বল বিতরণ।
  • সুদমুক্ত ঋণ বিতরণ।
  • পৌরসভার বালুর মাঠে নির্মিত গোলঘর উদ্বোধন।
  • সরকারি হাতেম আলী মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত গেট উদ্বোধন এবং মেধাবী ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ।

জেলা প্রশাসক আশরাফুল আলম খান বলেন, “মঠবাড়িয়ার উন্নয়নে সকলে মিলে একসাথে কাজ করতে হবে। বাংলাদেশ বিনির্মাণে একতাবদ্ধ প্রচেষ্টাই সফলতার চাবিকাঠি।”

উক্ত সফরে বিভিন্ন দফতরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং সমন্বিত উন্নয়নের লক্ষ্যে দিকনির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক।

Share:

More Posts