স্থানীয় সরকার শক্তিশালী ও জনকল্যাণমুখী ইউনিট ইউনিয়ন পরিষদের সদস্য সদস্যাদের অপসরণ না করার দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রোববার (২০ অক্টোবর)সকাল ১০ টায় উপজেলা ইউপি মেম্বর এসোসিয়েশনের আয়োজনে শহীদ মিনার পাদদেশে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
ঘন্টা ব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে উপজেলার ১১ ইউনিয়নের ১৩৩ জন ইউপি মেম্বররা উপস্থিত ছিলেন। মানববন্ধনে জাকির হোসেনের সভাপতিত্বে ও ইউপি মেম্বর নাজমুল শাহীন শিপলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন,ইউপি মেম্বার শামীম,ছগির হোসেন,নজরুল বেপারি, শাহীন মিয়া,আমির হোসেন মিয়াজী,জাফর মৃধা,জাকির হোসেন আকন,মারুফা বেগম ও রুবি সুলতানা প্রমুখ।
শেষে মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার আবদুল কাইয়ূম এর মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।