ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডারিয়ায় বৃহস্পতিবার সকালে উপজেলার তালুকদার প্লাজা মিলনায়তনে বেসরকারি সংগঠন রূপান্তরের উদ্যোগে “সুন্দরবন ম্যানগ্রোভ বন ও তার সংলগ্ন অঞ্চলের পলিথিন ও প্লাস্টিক দূষণ কমানো এবং বাস্তুসংস্থান উন্নয়ন” প্রকল্পের অধীনে শিক্ষা ও অভিজ্ঞতা ভাগাভাগি বিষয়ক একটি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব ফোরামের আহ্বায়ক মোঃ জহিরুল ইসলাম সোহাগ।
প্রকল্পের মূল লক্ষ্য ছিল সমন্বিত প্রচারাভিযানের মাধ্যমে প্লাস্টিক ও পলিথিন বর্জ্যের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং দূষণ প্রতিরোধে সরকারি ও বেসরকারি সংস্থা এবং স্থানীয় সরকারকে একত্রিত করে সুন্দরবন ইমপ্যাক্ট জোনে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা উন্নত করা।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষক, জনপ্রতিনিধি, সাংবাদিক, ইউপি সচিব, এনজিও প্রতিনিধি, মৎস্যজীবী, কাঠ সংগ্রহকারী, মধু সংগ্রহকারীসহ রূপান্তরের প্রজেক্ট অফিসার সাহিদা বানু সোনিয়া এবং অনুপ রায় প্রমুখ।