ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডারিয়ায় বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে আট লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মূল পরিকল্পনাকারী কালাম ফরাজিকে গ্রেপ্তার করেছে র্যাব-৮। তিনি ভান্ডারিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মৃত সাকায়েত ফরাজির ছেলে।
গত ১৮ নভেম্বর ছিনতাইয়ের পর থেকে কালাম ফরাজি আত্মগোপনে ছিলেন। র্যাবের বিশেষ নজরদারির মধ্যে থাকা কালাম শনিবার সকালে নিজ বাড়িতে ফেরার সময় র্যাব-৮ এর ভারপ্রাপ্ত অধিনায়ক ইস্কাটন লিডার মো. জেহাদি হাসানের নেতৃত্বে দুপুর ১২টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, ১৮ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে ভান্ডারিয়া বাজার থেকে বিকাশের দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে হারুন জোমাদ্দারের ছেলে মো. সুমন জোমাদ্দারকে লক্ষ্য করে ৪-৫ জনের একটি দল মরিচের গুঁড়া ছিটিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। সুমন একজনকে ধরে ফেললে অন্য ছিনতাইকারীরা এলোপাতাড়ি কোপায়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে দুইজন ছিনতাইকারী—রাব্বি হাওলাদার ও তায়েব হাওলাদার—কে ধরে ফেলে।
মামলার তদন্ত কর্মকর্তা মো. নাজির হোসেন জানান,রাব্বি হাওলাদারের কল লিস্ট বিশ্লেষণ করে মূল হোতা কালাম ফরাজির নাম উঠে আসে। দীর্ঘদিন আত্মগোপনের পর র্যাব-৮ তাকে আটক করে থানায় হস্তান্তর করেছে।