ভান্ডারিয়া (পিরোজপুর )প্রতিনিধি:
পিরোজপুরের ভান্ডারিয়ায় বিএনপির সদস্য সচিব মোঃ মনির আকনের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রের অভিযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনার সামনে প্রতিবাদ সভায় মিলিত হয়।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের আহবায়ক আবুল কালাম, পৌর যুবদলের সদস্য সচিব রনি মোল্লা, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তানভীর জিয়া রাসেল, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহীরাজ।
সমাবেশে বক্তারা বলেন, ভান্ডারিয়ায় উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মনির আকনের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন আওয়ামীলীগ ও জাতীয় পার্টি (জেপি)’র কতিপয় দোসর। ইতোমধ্যে মনির আকনের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ এনে বৈষম্য বিরোধী ছাত্রজনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ভান্ডারিয়া উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্রজনতার কোন কমিটি নাই। তারা একসময় আওয়ামী লীগ ও জাতীয় পার্টি জেপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এর পরে তারা এমন কর্মকান্ডে লিপ্ত হলে রাজপাথে তাদের প্রতিহত করা হবে। এসময়
বক্তারা ষড়যন্ত্রেকারীদের দ্রুত আইনের আওতায় আনা দাবি জানান।
উল্লেখ্য, গত সোমবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্রজনতার ব্যানারে ভান্ডারিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মনির আকনের বিরুদ্ধে এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করা হয় ।
ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা
ভ্রাম্যমান আদালতে ভান্ডারিয়ায় ৬ ব্যবসায়ীকে জরিমানা
ভান্ডারিয়া (পিরোজপুর )প্রতিনিধি:
পিরোজপুরের ভান্ডারিয়া বাজারে ফুটাপাত দখলকরে ব্যবসা পরিচালনাসহ বিভিন্ন অপরাধে ৬ ব্যবসায়ীর কাছ থেকে গতকাল মঙ্গলবার দুপুরে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত। এরা হচ্ছেন মুদি দোকানী জালাল মল্লিক ৫ হাজার, ফারুক তালুকদার ৫ হাজার, মো. ফিরোজ মৃধা ২ হাজার, ক্রোকারিজ ব্যবসায়ী মো. রাজু ১ হাজার, মুদি দোকানী আব্দুল লতিফ ২ হাজার, মুরগীর দোকান ইয়ামিন মুন্সী ১ হাজারসহ মোট ১৬ হাজার টাকা। আদালত পরিচালনা করে ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন আরাফাত রানা। এসময় ভান্ডারিয়া থানার উপ পুলিশ পরিদর্শক মো. রেজাউল করিম এবং কৃষি বিপনন কর্মকর্তা আব্দুল মান্নান হাওলাদার উপস্থিত ছিলেন।