রাত ২:০৭, বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১৯ জানুয়ারিকে জাতীয় শিক্ষক দিবস ঘোষণার দাবিতে ভান্ডারিয়ায় মানববন্ধন ভান্ডারিয়ায় বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের মূলহোতা আটক ভান্ডারিয়ায় বিএনপি’র উদ্যোগে দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ভান্ডারিয়ায় পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত ভান্ডারিয়ায় তারেক রহমানের নির্দেশে দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ মঠবাড়িয়ায় মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে নকলে মহা উৎসবে! দুই শিক্ষককে অব্যাহতি, এক পরীক্ষার্থী বহিষ্কার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট: সেবা পাচ্ছে না উপজেলার ২ লক্ষাধিক মানুষ পিরোজপুরে চাকুরী জাতীয়করণের দাবিতে শিক্ষক প্রতিনিধি সভা অনুষ্ঠিত পিরোজপুরে প্রধান উপদেষ্টার তহবিল থেকে বাস ও মিনি বাস শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ পিরোজপুরে প্রধান উপদেষ্টার তহবিল থেকে বাস ও মিনি বাস শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ

ভান্ডারিয়ায় পুলিশ সুপারের উদ্যোগে প্রচারপত্র ও মসজিদে বিশেষ বয়ান

"পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে মাদক ও সন্ত্রাস বিরোধী সচেতনতামূলক প্রচারপত্র বিতরণ"

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি.

পিরোজপুরের সাত উপজেলা (ভাণ্ডারিয়া,মঠবাড়িয়া,কাউখালী, নাজিরপুর,স্বরূপকাঠি,ইন্দুরকানী ও পিরোজপুর সদর মাদক) জঙ্গি তৎপরতামুক্ত ,সন্ত্রাসমুক্ত নিরাপদ জনপদ গড়তে জেলা পুলিশ সুপার সম্প্রতি যোগদানরকৃত পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বিশেষ উদ্যোগ নিয়েছেন। শুক্রবার তিনি জনসচেতনতায় জেলার ভাণ্ডারিয়া উপজেলার ৬৩টি মসজিদে জুমার নামাজে ইমাম সাহেবদের সহযোগিতায় ধর্মপ্রাণ মুসল্লীদের মাঝে বিশেষ বয়ান ও, মাদক , সন্ত্রাস ও জঙ্গী বিরোধি প্রচারপত্র বিতরণ করেন। এসময় দেশ ও মানুষের কল্যাণে বিশেষ মোনাজাতও অনুষ্ঠিত হয়।
এসময় ধর্মপ্রাণ মুসল্লীদের মাঝে, বক্তব্য দেন, অফিসার ইন চার্জ আহম্মেদ আনওয়ার বলেন মাদক , সন্ত্রাস ও জঙ্গী বিরোধি অপরাধে সাথে জরিদের ধরিয়ে দেওয়ার জন্য থানা পুলিশ কে সহায়তা করার জন্য অনুরোধ করেন। এবং পিরোজপুরে পুলিশ সুপার জন সাধারণেক সকল সহায়তা দেওয়ার জন্য জেলা পুলিশ সব প্রস্তুত রয়েছে। এ সচেতনামুলা প্রচার অভিযান অব্যহত থাকবে। ধর্মীয় সম্প্রতি বজায় রাখার জন্য সকলকে আহবান জানান।
জেলা পুলিশ সুপারের কার্যালয় সূত্রে জানাগেছে, জেলার সাত উপজেলার ১২ লাখ মানুষের নিরাপদ জীবন ও শান্তিপূর্ণ সমাজ গঠনে এ জনহিতকর উদ্যোগ নিয়েছেন পুলিশ প্রশাসন । এ জনসচেতনতা কর্মসূচি বাস্তবায়রন পুলিশ সুপার একটি প্রচারপত্র প্রকাশ করেন। এতে বলা হয়, গত ৫ আগস্ট দেশে ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি। পরিবর্তিত পরিস্থিতিতে আমাদের সকলের অনেক দায়িত্ব কর্তব্য রয়েছে। জেলার প্রতিটি উপজেলা ও গ্রাম পর্যায় মাদকমুক্ত ,জঙ্গীমুক্ত ও নিরাপদ বাসযোগ্য ও জনপ্রত্যাশার আবাসস্থ হিসেবে গড়ে তোলায় পুলিশ প্রশাসন দৃঢ় প্রতিজ্ঞ। জেলা ১২ লাখ মানুষের জন্য মাত্র ১ হাজার জন পুলিশ প্রশাসন দিয়ে নিরাপদ করা করা একটি চ্যালেঞ্জ। তাই পুলিশ জেলার ১২ লাখ নাগরিকের মাঝে এই বার্তা দিতে চান যে, পুলিশই জনতা , জনতাই পুলিশ এ মন্ত্র সামনে রেখে নাগরিক সমাজ একাত্ম হয়ে সমাজের সকল অপরাধ প্রতিরোধে কাজ করা জরুরি। সচেতন নাগরিকদের সহায়তায় পুলিশ সমাজে মাদক,জঙ্গীবাদ,সন্ত্রাস ,ইভটিজিং,বাল্যবিয়ে, টেণ্ডারবাজি,কিশোরগ্যাং,অনলাইন জুয়া, নারী ও শিশুর প্রতি সহিংসতাসহ যে কোন ধরনের সমাজ বিরোধি অপরাধ দমনে নাগরিক সমাজ পুলিশকে নির্ভয়ে সহায়তা করবেন। এজন্য ধর্মপ্রাণ মানুষ ও ধর্মীয় নেতাদের প্রতি অনুরোধ জানানো হয়।
এ ব্যাপারে পিরোজপুর জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের বলেন, পুলিশ দেশ ও জনতার বন্ধু হিসেবে নতুন কর্ম উদ্যোগে কাজ করতে প্রতীজ্ঞাবদ্ধ। দেশ মানুষের কল্যাণেই পুলিশ প্রশাসন নিরলসভাবে কাজ করছে। সমাজে সকল অন্যায় অবিচার বন্ধে সচেতন নাগরিকের ভূমিকা আমরা সম্মানের সাথে দেখি। সকলে মিলে পিরোজপুর জেলার সকল উপজেলার মানুষের শান্তি সম্প্রীতির মানবিক এক সমাজ গড়তে চাই। একটি সুন্দর নিরাপদ পিরোজপুর গড়ে তুলে সকলে মিলে সম্মানের সাথে বাঁচতে সকল মানুষের সচেতনভাবে ভূমিকার অনুরোধ জানাই। এছাড়ায় ধর্মীয় সম্প্রতি বজায় রাখার জন্য সকলকে আহবান জানান।

Share:

More Posts