রাত ৪:১০, বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১৯ জানুয়ারিকে জাতীয় শিক্ষক দিবস ঘোষণার দাবিতে ভান্ডারিয়ায় মানববন্ধন ভান্ডারিয়ায় বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের মূলহোতা আটক ভান্ডারিয়ায় বিএনপি’র উদ্যোগে দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ভান্ডারিয়ায় পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত ভান্ডারিয়ায় তারেক রহমানের নির্দেশে দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ মঠবাড়িয়ায় মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে নকলে মহা উৎসবে! দুই শিক্ষককে অব্যাহতি, এক পরীক্ষার্থী বহিষ্কার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট: সেবা পাচ্ছে না উপজেলার ২ লক্ষাধিক মানুষ পিরোজপুরে চাকুরী জাতীয়করণের দাবিতে শিক্ষক প্রতিনিধি সভা অনুষ্ঠিত পিরোজপুরে প্রধান উপদেষ্টার তহবিল থেকে বাস ও মিনি বাস শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ পিরোজপুরে প্রধান উপদেষ্টার তহবিল থেকে বাস ও মিনি বাস শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ

ভান্ডারিয়ায় ডাকাতির প্রস্তুতি: ভুয়া র‍্যাব পরিচয়ে ৩ ডাকাত গ্রেফতার, মাস্টারমাইন্ড পলাতক

ভান্ডারিয়ায় ডাকাতির প্রস্তুতি: ভুয়া র‍্যাব পরিচয়ে ৩ ডাকাত গ্রেফতার, মাস্টারমাইন্ড পলাতক

ভান্ডারিয়া (পিরোজপুর )প্রতিনিধিঃ

পিরোজপুরের ভান্ডারিয়ায় র‍্যাব পরিচয়ে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের তিন পেশাদার সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার রাতে ভান্ডারিয়া উপজেলার টি এন্ড টি সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতদের কাছ থেকে খেলনা পিস্তল, দুই জোড়া হাতকড়া, দুটি ওয়াকিটকি, চারটি র‍্যাবের জ্যাকেট, দুটি ব্যাটন, পাঁচটি চোখ বাঁধার কাপড়, দুটি গাড়ির নাম্বার প্লেট, একটি পুলিশ ট্রাউজার, এক জোড়া জুতা, একটি র‍্যাবের আইডি কার্ড, এবং একটি সাদা রঙের টয়োটা মাইক্রোবাস উদ্ধার করা হয়েছে।

আসামিদের পরিচয়,মো. জালাল উদ্দিন খান রবিউল (৪০)  অবসরপ্রাপ্ত সেনা কর্পোরাল, গোপালগঞ্জ জেলার কাশিয়ানি উপজেলার বাসিন্দা। মো. শেখ ফরিদ (৩২) চাকুরিচ্যুত সিআইডি সদস্য, শেরপুর জেলার কামারিয়া ইউনিয়নের বাসিন্দা।মো. শিপন আলী সোহেল (৩৫) –ড্রাইভার, ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাসিন্দা।

তবে এই ডাকাত দলের মাস্টারমাইন্ড ও দলনেতা অলি পঞ্চায়েত (৪৫) এবং তার সহযোগী শরীফ ও কবির পালিয়ে গেছে। অলি পঞ্চায়েতের বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় ১১টি মামলা বিচারাধীন রয়েছে।

পিরোজপুর পুলিশ সুপার খাঁন মোহাম্মদ আবু নাসের সংবাদ সম্মেলনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যদের গ্রেফতার করা হয়েছে। মূলহোতা অলি পঞ্চায়েতকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহম্মেদ আনওয়ার জানান, এই ঘটনায় একটি মামলা রুজু করা হয়েছে এবং ডিবি পুলিশ মামলাটি তদন্ত করবে।

Share:

More Posts