পিরোজপুরের ভান্ডারিয়ায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে ভান্ডারিয়া উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এ কর্মী সমাবেশ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়।
ভান্ডারিয়া উপজেলা ও পৌর জাসাস এর সমন্বয় মোঃ রিয়াজ আহম্মদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা বিএনপি’র সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন। এছাড়াও বক্তব্য রাখেন ভান্ডারিয়া উপজেলা বিএনপি সদস্য সচিব মোঃ মনির হোসেন আকন, সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ আঃ হাই হাওলাদার, জেলা জাসাসের আহবায়ক মোঃ জাহিদুল ইসলাম, সদস্য সচিব এ্যাড. খাইরুল বাসার শামিম প্রমুখ।