ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা, পৌর ও সরকারি কলেজ ছাত্রদল যৌথভাবে সংবাদ সম্মেলন করে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সফিক রেজার অপসারণ দাবি করেছে। রোববার বিকেলে ভান্ডারিয়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম শাহীরাজ লিখিত বক্তব্যে বলেন, সদস্য সচিব সফিক রেজা পিরোজপুর-২ আসনের সাবেক এমপি মহিউদ্দিন মহারাজের ভাই এবং তেলিখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামসুদ্দিন হাওলাদারের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে ফাউন্ডেশন তৈরি করেছেন। তার নামে নিবন্ধিত একটি কালো করোলা গাড়ি ব্যবহার করেন (ঢাকা মেট্রো-গ ৩৩-৩৬৫২)। শাহীরাজ আরও অভিযোগ করেন, ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে হামলা করে কর্মীদের আহত করেন।
অভিযোগের জবাবে শফিক রেজা বলেন, তিনি কোনো আর্থিক সুবিধা গ্রহণ করেননি এবং অনৈতিক কাজে লিপ্ত নন। ছাত্রদলের র্যালিতে হামলার ঘটনাটি দুঃখজনক হলেও এতে তার সংশ্লিষ্টতা নেই।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের রিয়াজ হাওলাদার, তরিকুল ইসলাম মৃধা, পৌর ছাত্রদলের মো. শামীম ফরাজি এবং কলেজ ছাত্রদলের রানা জোমাদ্দার প্রমুখ।