পিরোজপুর সংবাদাতাঃ
পিরোজপুরের ভান্ডারিয়ার গৌরীপুর ইউনিয়নের ভূবনেশ্বর (ঘোষের) খালের পানির প্রবাহ ফেরাতে কচুরিপানা ও ময়লা আবর্জনা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকাল ৯ টায় ৭নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় কার্যক্রমটি শুরু হয়।
এতে শ্রমিক, স্থানীয় স্বেচ্ছাসেবকদের পাশাপাশি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্বেচ্ছাসেবসহ নানা বাবে সহযোগীতা করছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী আফিসার মোঃ ইয়াছিন আরাফাত রানা,গৌরীপুর ইউপি চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান চৌধুরী, অতিরিক্ত কৃষি অফিসার মোঃ রেজাউল করিম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ভান্ডারিয়া এরিয়া প্রোগ্রাম আফিসার সুবাস জয়ধর, জুনিয়র প্রোগ্রাম অফিসার লাভলি খাতুনসহ পরিষদের সকল ইউপি সদস্য ও সদস্যাবৃন্দ
উদ্বোধন শেষে উপজেলা নির্বাহী আফিসার মোঃ ইয়াছিন আরাফাত রানা খালে নেমে শ্রমিক ও স্বেচ্ছাসেবকদের সাথে কচুরিপানা ও ময়লা আবর্জনা পরিষ্কার করেন।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, কচুরিপানা সরাতে পারলে খালের পানি স্থানীয় লোকজন নানা কাজে ব্যবহার করতে পারবেন। শ্রমিকদের পাশাপাশি স্বেচ্ছাসেবকদের নিয়ে আগামী কয়েক দিনের মধ্যে খালের কচুরিপানা পরিষ্কার করা হবে বলেজানা গেছে।