রাত ৪:১৩, বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১৯ জানুয়ারিকে জাতীয় শিক্ষক দিবস ঘোষণার দাবিতে ভান্ডারিয়ায় মানববন্ধন ভান্ডারিয়ায় বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের মূলহোতা আটক ভান্ডারিয়ায় বিএনপি’র উদ্যোগে দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ভান্ডারিয়ায় পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত ভান্ডারিয়ায় তারেক রহমানের নির্দেশে দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ মঠবাড়িয়ায় মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে নকলে মহা উৎসবে! দুই শিক্ষককে অব্যাহতি, এক পরীক্ষার্থী বহিষ্কার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট: সেবা পাচ্ছে না উপজেলার ২ লক্ষাধিক মানুষ পিরোজপুরে চাকুরী জাতীয়করণের দাবিতে শিক্ষক প্রতিনিধি সভা অনুষ্ঠিত পিরোজপুরে প্রধান উপদেষ্টার তহবিল থেকে বাস ও মিনি বাস শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ পিরোজপুরে প্রধান উপদেষ্টার তহবিল থেকে বাস ও মিনি বাস শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ

ভাণ্ডারিয়ায় স্বেচ্ছাশ্রমে ডেঙ্গু প্রতিরোধ সচেতনতায় খালের কচুরিপানা অপসারণ

ভাণ্ডাারিয়া (পিরোজপুর) সংবাদদাতাঃ

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় কচুরিপানায় ভরাট হওয়া নাব্যতা হারানো খাল স্বেচ্ছাশ্রমে পরিচ্ছন্ন অভিযান শুরু হয়েছে। ডেঙ্গু পতিরোধ সচেতনতা ও পরিবেশ সুরক্ষার লক্ষে স্থানীয় ধাওয়া ইউনিয়নের বকশি, অক্কা ও নাঙ্গল খালের পানির প্রবাহ ফেরাতে কচুরিপানা ও ময়লা আবর্জনা পরিষ্কার কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
গতকাল সোমবার ধাওয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় স্বেচ্ছাশ্রমে স্থানীয় গ্রামবাসি, স্বেচ্ছাসেবক পরিবেশকর্মী ও রেডক্রিসেন্ট সদস্যরা অংশ নেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন আরাফাত রানা, সহকারী কমিশনার (ভূমি) উজ্জল হালদার,থানার অফিসার ইনচার্জ আহমেদ আনয়ার, ধাওয়া ইউপির প্যানেল চেয়ারম্যান মো. ইদ্রিস আলী মোল্লা সহ সংশ্লিষ্ট ইউপি সদস্যরা স্বেচ্ছাসেবকদের সাথে খালের কচুরিপানা ও ময়লাআবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা কাজে অংশ নেন।

এ ব্যাপারে ভাণ্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াছিন আরাফাত রানা বলেন,দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে উপজেলার বিভিন্ন গ্রামের খালে কচুরিপানা ভরাট হয়ে পরিবেশ দূষণ ঘটছিলো। ফলে এলাকায় মশা ও মাছির উপদ্রব বৃদ্ধি পায়। যা ডেঙ্গুসহ নানা রোগের জন্য ঝুঁকি সৃষ্টি করে। খালের দুষণরোধে স্বেচ্ছাশ্রমে পরিবেশকর্মীদের সাথে একাত্ম হয়ে খালের কচুরিপানা অপসারণে উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষ সচেতনভাবে পরিবেশ সুরক্ষায় অংশ নিচ্ছেন।

Share:

More Posts