বরগুনা প্রতিনিধি
বরগুনার পাথরঘাটা পানি উন্নয়ন বোর্ডের জমি ঘুষের বিনিময়ে দখল ও পজিশন বিক্রির অভিযোগ উঠেছে। সাইনবোর্ড দিয়ে জমি দখল রোধের প্রচেষ্টা থাকলেও ঘুষের মাধ্যমে জমি দখল এবং ঘর নির্মাণের সুযোগ দেওয়া হচ্ছে বলে জানা গেছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) পাথরঘাটা সদর ইউনিয়নের মাছের খাল এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, পানি উন্নয়ন বোর্ডের সাইনবোর্ডে জমি দখল ও স্থাপনা নির্মাণ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হলেও তার পাশেই বেশ কয়েকটি দোকান নির্মাণ চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পানি উন্নয়ন বোর্ডের কিছু অসাধু কর্মকর্তা মোটা অঙ্কের ঘুষ নিয়ে জমি দখলের সুযোগ তৈরি করে দিচ্ছেন। অভিযুক্ত ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট মামুন মিয়ার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি ১৫ লাখ টাকার বিনিময়ে জমি দখল এবং স্থাপনা নির্মাণের সুযোগ দিচ্ছেন।
মাছের খালের জমির দাতা পরিবার থেকে জানা যায়, তাদের পূর্বপুরুষদের কাছ থেকে অধিগ্রহণ করা জমিতে স্লুইসগেট এবং সড়ক নির্মিত হয়েছিল। কিন্তু পানি উন্নয়ন বোর্ডের অসাধু কর্মকর্তারা সেই জমি দখলে সহায়তা করছেন।
পানি উন্নয়ন বোর্ডের জমিতে দোকান ঘর নির্মাণের বিষয়ে জানতে চাইলে গোলাম কিবরিয়া জানান, "আমার পূর্বের ঘর ভেঙে দেওয়া হয়েছিল। পরে পানি উন্নয়ন বোর্ডের অনুমতি নিয়ে পুনরায় ঘর নির্মাণ করছি।"
অভিযুক্ত ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট মামুন মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বরগুনা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী শওকত হোসেন মেহেরাজ জানান, "জনবলের অভাবে আমরা সঠিক ব্যবস্থা নিতে পারছি না। তবে জমি দখলের বিষয়ে শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।