দেশের বহুলপ্রচারিত জাতীয় “ দৈনিক সমাজসেবা” পত্রিকায় প্রতিনিধি নিযয়োগ বিজ্ঞপ্তিঃ
দৈনিক সমাজসেবা ইতোমধ্যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও নির্ভয সাংবাদিকতার জন্য পাঠক সমাজে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হযয়েছে। পাঠকের সংখ্যায় প্রতিনিয়ত যোগ হচ্ছে নানা শ্রেনী-পেশার হাজারো মানুষ। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে প্রতিষ্ঠানটিতে কাজ করছে সৎ সাহসী তরণ, অভিজ্ঞ সংবাদকর্মীরা। এরই ধারাবাহিকতায় ‘’দৈনিক সমাজসেবা” পত্রিকায় জেলা,উপজেলা ও ক্যাম্পাস প্রতিনিধি নিযয়োগ প্রক্রিয়া শুর হযয়েছে।ও
নিত্য নতুন সকল সংবাদ আরও দ্রুততার সাথে জন মানুষের কাছে পৌঁছে দিতে আমরা সুযোগ দিতে চাই নির্ভীক,উদ্যমী এবং সাংবাদিকতা করতে ইচ্ছুক নবীনদের।
আর এ জন্যই চলার পথে নবীনদের সারথি করতে সারাদেশে (কলেজ-বিশ্ববিদ্যালয়, জেলা-উপজেলা ও থানা) পর্যাযয়ে সংবাদকর্মী নিযয়োগ চলছে।
প্রযয়োজনীয় যোগ্যতাঃ
১. সাংবাদিকতা করার প্রবল মানসিক ইচ্ছা।
২. পরিশ্রমী হতে হবে।
৩. অনুসন্ধানী মানসিকতা।
৪. কোনটি সংবাদ আর কোনটি সংবাদ নয় সে সম্পর্কে ধারণা।
৫. লেখালেখির যোগ্যতা।
৬. ভাষাগত দক্ষতা।
৭. মাল্টিমিডিয়া (ভিডিও ধারন, শুদ্ধ উচ্চারণ) পারদর্শীদের অগ্রাধিকার দেওযয়া হবে।
পদের নামঃ
সংবাদ প্রতিনিধি (সাংবাদিক)
কর্মস্থলঃ
*সমগ্র বাংলাদেশ (প্রতিটি বিভাগ,জেলা, উপজেলা, থানা প্রতিনিধি)
প্রতিটি তথ্য, ছবি এবং ভিডিও ফুটেজ দ্রুত সংগ্রহ করে অফিসে পাঠাতে না পারলে আবেদন করা থেকে বিরত থাকুন ।
প্রার্থীর যোগ্যতা: কমপক্ষে স্নাতক। অভিজ্ঞতা থাকলে শিথিল যোগ্য।
অভিজ্ঞতা: দেশের যেকোনো জাতীয়/স্থানীয় গণমাধ্যমে কমপক্ষে ০২ বছর কাজ করার অভিজ্ঞতা।(নতুন এবং ক্যাম্পাস প্রতিনিধিদের ক্ষেত্রে দক্ষতা প্রমাণে সক্ষম হলে শিথিলযোগ্য) ।
আবেদন পাঠাতে আপনাকে যা করতে হবে :* ছবিসহ জীবন বৃত্তান্ত পাঠাতে হবে আমাদের ই-মেইলে- f01721762126@gmail.com /WhatsApp_+8801712214957(বার্তা সম্পাদক,মোঃ ফেরেদৌস)* সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে ই-মেইল থেকে সিভি পাঠাবেন পত্রিকা থেকে সেই ই-মেইলেই রিপ্লাই দেয়া হবে।
* ই-মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject-এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি।* আবেদনের সাথে অবশ্যই ইমেইল, ফেসবুক এবং অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমের (যদি থাকে) আইডি উল্লেখ করতে হবে।আবেদন পত্রের সাথে স্থানীয় ইস্যুভিত্তিক একটি বিশেষ প্রতিবেদন ও তিন থেকে ৫ মিনিটের একটি ভিডিও প্রতিবেদন পাঠাতে হবে ।* নিউজের পাশাপাশি প্রতিনিধিদের পত্রিকার আয়ের একমাত্র উৎস বিজ্ঞাপন সংগ্রহে মনোযোগী হতে হবে।
* প্রার্থীদের মধ্যে থেকে নিয়োগপ্রাপ্ত জেলা/উপজেলা/ক্যাম্পাস প্রতিনিধিদের নিয়মিত সম্মানী বাবদ প্রতিনিধিদের নিজের পাঠানো বিজ্ঞাপনের আয়ের ৫০% মাসিক বেতন আকারে দেয়া হবে। বিজ্ঞাপন না দিলে কোন প্রকার বেতন পাবে না ।* নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজের ফেসবুকে শেয়ের করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে।
* অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে।* নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে।* চূড়ান্ত নিযয়োগের পর আইডি কার্ড প্রদান করা হবে। আবেদন করার ৭২ ঘন্টা বা ৩ দিনের মধ্যে যাচাই- বাচাই করে সংবাদ প্রতিনিধি(সাংবাদিক) হিসাবে কাজ করতে পারবে কি না তা নিশ্চিত করা হবে ।* প্রতিনিধিদের নিউজ অবশ্যই ইউনিকোড বা বিজয় ফরমেটে পাঠাতে হবে।বিঃদ্রঃ দৈনিক সমাজসেবা পত্রিকা কোন গ্রুপ কোম্পানির অর্থ বা কোন স্পন্সরের অর্থ দ্বারা পরিচালিত নয়। নিজস্ব আয়ে পত্রিকা পরিচালিত হয়ে। দৈনিক সমাজসেবা পত্রিকাকে নিজের পত্রিকা ভাবতে পারলেই আবেদন করবেন।