পিরোজপুর জেলার মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুর রহমান খান এর সভাপতিত্বে রোববার (২০ অক্টোবর) সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সকল বিভাগের বিভাগীয় কর্মকর্তাগণ,সকল উপজেলা নির্বাহী অফিসারগন তাদের বর্তমান কাজের অগ্রগতি ও করণীয় সম্পর্কে সভাকে অবহিত করেন। এসময় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা,পৌরসভার জরাজীর্ণ রাস্তা মেরামত, জেলার বিভিন্ন ঝুঁকিপূর্ণ সেতু অপসারণ করে নিরাপদ সড়ক নিশ্চিতকরণ, উন্নয়নমূলক কাজসমূহ সঠিক সময়ে ও সুষ্ঠুভাবে সম্পাদন, মা ইলিশ রক্ষায় অভিযান পরিচালনা,অনাবাদী জমি চাষের আওতায় আনা, বিভিন্ন নতুন জাতের ফল এবং ফসল উৎপাদনে কৃষককে উদ্বুদ্ধকরণ, দারিদ্র্য বিমোচনে নতুন কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশ সুরক্ষায় কার্যকরী পদক্ষেপ গ্রহণ, নারীর ক্ষমতায়ন, খেলাধুলার মাধ্যমে সুস্থ বিনোদন চর্চা, অবৈধ দখল উচ্ছেদ, নদী-খাল দখল পুনরুদ্ধার প্রভৃতি বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়।