"মানবতা বোধ জাগ্রত হোক, বিবেকের তাড়নায়"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে বাজুকাটি নুরুল কুরআন নুরিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ এবং আড়াই শতাধিক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পুলিশ সুপার (এসপি) খাঁন মুহাম্মদ আবু নাসের। তিনি শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ ও শীতবস্ত্র বিতরণ করেন এবং বলেন, জেলা পুলিশ সবসময় জনগণের পাশে থেকে যেকোনো প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত। এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান, সদর থানার অফিসার ইনচার্জ মো. সোবহান, ডিআইও-১ এবং জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা। এছাড়াও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন।
এই উদ্যোগ পিরোজপুর জেলা পুলিশের সামাজিক দায়িত্ববোধ এবং মানবিক কর্মকাণ্ড পরিচালনায় তাদের অঙ্গীকারের প্রতিফলন।