রাত ৪:১৪, বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১৯ জানুয়ারিকে জাতীয় শিক্ষক দিবস ঘোষণার দাবিতে ভান্ডারিয়ায় মানববন্ধন ভান্ডারিয়ায় বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের মূলহোতা আটক ভান্ডারিয়ায় বিএনপি’র উদ্যোগে দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ভান্ডারিয়ায় পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত ভান্ডারিয়ায় তারেক রহমানের নির্দেশে দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ মঠবাড়িয়ায় মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে নকলে মহা উৎসবে! দুই শিক্ষককে অব্যাহতি, এক পরীক্ষার্থী বহিষ্কার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট: সেবা পাচ্ছে না উপজেলার ২ লক্ষাধিক মানুষ পিরোজপুরে চাকুরী জাতীয়করণের দাবিতে শিক্ষক প্রতিনিধি সভা অনুষ্ঠিত পিরোজপুরে প্রধান উপদেষ্টার তহবিল থেকে বাস ও মিনি বাস শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ পিরোজপুরে প্রধান উপদেষ্টার তহবিল থেকে বাস ও মিনি বাস শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ

পাথরঘাটায় সাবেক উপজেলা চেয়ারম্যান এনামুল হোসাইন গ্রেফতার

মোঃ কবির হোসেন
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি

রগুনার পাথরঘাটা উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের সাবেক সেক্রেটারি মো.এনামুল হোসাইনকে গ্রেফতার করেছে পাথরঘাটা থানা পুলিশ। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান।

বিএনপি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও বরগুনা -২ আসনের সাবেক সংসদ সদস্য মো. নুরুল ইসলাম মনি’র উপর হামলা ও গাড়ি পোড়ানোর মামলার এজাহার ভুক্ত আসামি ।
গতকাল সোমবার (০২/১২/২৪) সকালে পাথরঘাটা শহরের বন বিভাগ অফিসের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক এনামুল হোসাইন পাথরঘাটা উপজেলা চরদুয়ানী ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামের সাবেক ইউপি সদস্য মো.আশ্রারাফ আলী মাসুমের ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায় ২০২২ সালের ৪ সেপ্টেম্বর বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরগুনা জেলা বিএনপি’র সাবেক সভাপতি মো. নুরুল ইসলাম মনি কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বরগুনার পাথরঘাটায় তাঁর নিজ এলাকায় নিত্যদ্রব্য পণ্যের উর্ধ্বগতির বিরুদ্ধে একটি সভায় যোগদানের কথা ছিল। সেই সভা বাস্তবায়নের উদ্দেশ্যে তিনি পাথরঘাটায় আসার সময় তার গাড়িবহর নাচনাপাড়ার সিএন্ডবি এলাকায় পৌঁছলে আগে থেকেই ওৎ পেতে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা তার গাড়ি বহর ও সাবেকএমপি মনিসহ শতাধিক নেতাকর্মীর উপর হামলা করে।
এ হামলার ঘটনা নিয়ে পাথরঘাটায় একটি মামলা দায়ের করা হয়। সেই মামলায় ১০৫ জন এজাহার ভুক্ত এবং ৩‌ শ‌ জন অজ্ঞাত নামা আসামী করা হয়।
এই মামলায় ৮৫ নম্বর আসামী এনামুল হোসাইন।
পাথরঘাটা উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক ও পৌর বিএনপি’র সদস্য সচিব মোহাম্মদ ইসমাইল হোসেন সিকদার এস মে জানান, আটক এনামুল হোসাইন শেখ হাসিনা সরকারের অবৈধ ভোটে চেয়ারম্যান হয়েছেন। তার বিরুদ্ধে বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি’র উপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলা রয়েছে। সে প্রকাশ্যে কিভাবে ঘুরে বেড়ায়, বিষয়টি নিয়ে পাথরঘাটায় বিক্ষোভ মিছিল করা হয়। সে আওয়ামীলীগের এজেন্ডরা বাস্তবায়নের চেষ্টা ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন। যারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে তাদেরকে গ্রেফতারের জোর দাবি জানান তিনি।
পাথরঘাটা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাথরঘাটা পৌর শহরের বন বিভাগের কার্যালয়ের সামনে থেকে এনামুল হোসাইনকে আটক করা হয়। এনামুল হোসাইন ওই মামলার ৮৫ নম্বর আসামি। আটক এনামুল হোসাইনকে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানান, এ মামলায় এখন পর্যন্ত মোট ১৪ জনকে আটক করা হয়েছে।

Share:

More Posts