রাত ১:৫২, বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১৯ জানুয়ারিকে জাতীয় শিক্ষক দিবস ঘোষণার দাবিতে ভান্ডারিয়ায় মানববন্ধন ভান্ডারিয়ায় বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের মূলহোতা আটক ভান্ডারিয়ায় বিএনপি’র উদ্যোগে দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ভান্ডারিয়ায় পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত ভান্ডারিয়ায় তারেক রহমানের নির্দেশে দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ মঠবাড়িয়ায় মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে নকলে মহা উৎসবে! দুই শিক্ষককে অব্যাহতি, এক পরীক্ষার্থী বহিষ্কার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট: সেবা পাচ্ছে না উপজেলার ২ লক্ষাধিক মানুষ পিরোজপুরে চাকুরী জাতীয়করণের দাবিতে শিক্ষক প্রতিনিধি সভা অনুষ্ঠিত পিরোজপুরে প্রধান উপদেষ্টার তহবিল থেকে বাস ও মিনি বাস শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ পিরোজপুরে প্রধান উপদেষ্টার তহবিল থেকে বাস ও মিনি বাস শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ

পাথরঘাটায় পুলিশের তদন্ত শেষে প্রতিপক্ষের হামলায় গুরুতর জখম একজন হাসপাতালে ভর্তি

পাথরঘাটায় পুলিশের তদন্ত শেষে প্রতিপক্ষের হামলায় গুরুতর জখম একজন হাসপাতালে ভর্তি

মোঃ কবির হোসেন, পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটায় জমি নিয়ে বিরোধের ঘটনায় পুলিশের তদন্ত শেষে প্রতিপক্ষের হামলায় একজন ব্যক্তি গুরুতর জখম হয়েছেন। ঘটনাটি ঘটেছে গত ১৫ ডিসেম্বর রবিবার পাথরঘাটা থানার পুলিশের তদন্ত শেষে।

প্রতিবেদন অনুযায়ী, হান্নান নামে এক ব্যক্তি ৯ নভেম্বর পাথরঘাটা থানায় জমি নিয়ে বিরোধের বিষয়ে সাধারণ ডায়েরি করেন। তার অভিযোগ ছিল, এলাকার কিছু ব্যক্তিরা তাকে সরকারি খালের ওপর নির্মিত সাঁকো দিয়ে চলাচল করতে বাধা দেয় এবং বিভিন্ন সময় হুমকি-ধামকি দেয়। বিষয়টি ইউনিয়ন পরিষদে অভিযোগ করলেও কোনো সমাধান না পাওয়ায় তিনি থানায় অভিযোগ করেন।

পুলিশ তদন্তের জন্য ঘটনাস্থলে গেলে সত্যতা নিশ্চিত হওয়ার পর হান্নানের উপর হামলা করে রক্তাক্ত করা হয়। এ সময় তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করা হয়। স্থানীয়রা হান্নানকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শাহাদাত হোসেন জানান, হান্নানকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। চিকিৎসা না হলে তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হবে।

স্থানীয় ইউপি সদস্য ফারুক হোসেন সেন্টু জানান, হান্নান ও ইউনুস মুন্সীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল, যা বেশ কয়েকবার সালিশি সভায় সমাধান চেষ্টা করা হলেও সমাধান হয়নি।

পাথরঘাটা থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেন বলেন, তদন্তে প্রাথমিক সত্যতা পাওয়া গেছে এবং পুলিশ হান্নানের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে।

Share:

More Posts