মোঃ মাহমুদুল হাসান কবির, বরগুনা প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পাথরঘাটায় নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপন করা হয়েছে।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা এবং দোয়া-মিলাদ।
পাথরঘাটা উপজেলা ছাত্রদলের সভাপতি মো. মামুন আহম্মেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ। বক্তৃতা করেন চৌধুরী মো. ফারুক, হারুন অর রশিদ হাওলাদার, ইসমাইল সিকদার, এরফান আহমেদ সোয়েন এবং মহিলা দলের নেত্রী ইশরাত জাহান শিরিন।
এছাড়াও যুবদল নেতা হাসান আল বকর মেছাল, এনামুল হক ইমু, লিটন আহমেদ এবং ছাত্রদল নেতা রাহাজুল ইসলাম রাহাত, আরাফাত রহমান অভি, কেএম হাসিবুল্লাহ, খায়রুল ইসলাম, মুনিম ইসলাম, রাসেল ইসলাম, রাজিব সরকার, হিরু মিয়া প্রমুখ বক্তব্য দেন।
ছাত্রদলের এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে নেতাকর্মীদের অংশগ্রহণ ও উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।