রাত ১:৪৪, বৃহস্পতিবার, ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
১৯ জানুয়ারিকে জাতীয় শিক্ষক দিবস ঘোষণার দাবিতে ভান্ডারিয়ায় মানববন্ধন ভান্ডারিয়ায় বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে টাকা ছিনতাইয়ের মূলহোতা আটক ভান্ডারিয়ায় বিএনপি’র উদ্যোগে দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ভান্ডারিয়ায় পুলিশের ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত ভান্ডারিয়ায় তারেক রহমানের নির্দেশে দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ মঠবাড়িয়ায় মাদ্রাসা পরীক্ষাকেন্দ্রে নকলে মহা উৎসবে! দুই শিক্ষককে অব্যাহতি, এক পরীক্ষার্থী বহিষ্কার পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট: সেবা পাচ্ছে না উপজেলার ২ লক্ষাধিক মানুষ পিরোজপুরে চাকুরী জাতীয়করণের দাবিতে শিক্ষক প্রতিনিধি সভা অনুষ্ঠিত পিরোজপুরে প্রধান উপদেষ্টার তহবিল থেকে বাস ও মিনি বাস শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ পিরোজপুরে প্রধান উপদেষ্টার তহবিল থেকে বাস ও মিনি বাস শ্রমিকদের মাঝে কম্বল বিতরণ

দিনব্যাপী বহুবিধ বর্ণিল আয়োজনে ‘দৈনিক বাংলাদেশ সমাচার’-এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দৈনিক বাংলাদেশ সমাচার’-এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাজধানীর মতিঝিল রাজউক ভিআইপি অডিটোরিয়ামে দিনব্যাপী বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে ‘দৈনিক বাংলাদেশ সমাচার’-এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী। শনিবার (২১ ডিসেম্বর ২০২৪) বিভিন্ন পর্বে সাজানো এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশবরেণ্য ব্যক্তিত্বরা।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ডিভিশনের সদস্য মোহাম্মদ মাহবুবুর রহমান (মাননীয় সচিব)। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বাংলাদেশ সমাচার-এর সম্পাদক ও প্রকাশক ড. খান আসাদুজ্জামান পিভিএমএস।

বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. সাবের আহমেদ চৌধুরী, চট্টগ্রামের অপকা নির্বাহী পরিচালক মো. আলমগীর হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও সমাজকর্মী মো. মজিবুর রহমান মজনু, বিশিষ্ট ব্যবসায়ী মো. জাহাঙ্গীর হোসেন, এবং এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক খন্দকার রুহুল আমিনসহ আরো অনেকে।

প্রধান অতিথি মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন,
গত ৮ বছর ধরে বাংলাদেশ সমাচার সাফল্যের সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। এটি গণমানুষের আস্থা অর্জন করেছে এবং সংবাদমাধ্যম হিসেবে বিশেষ ভূমিকা পালন করছে।”

অনুষ্ঠানের সমাপ্তি পর্বে সম্পাদক ড. খান আসাদুজ্জামানের একক সংগীত পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। সেই সঙ্গে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য সম্মাননা প্রদান করা হয় একাধিক সাংবাদিককে।

২০১৬ সালে ‘সারাবিশ্বের বাংলা ভাষাভাষী মানুষের মুখপত্র’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা দৈনিক বাংলাদেশ সমাচার আজ জাতীয় মিডিয়া লিস্টের শীর্ষস্থানে স্থান করে নিয়েছে। ৮ম ওয়েজবোর্ডভুক্ত পত্রিকা হিসেবে এটি দেশ, সমাজ ও জনগণের খবর তুলে ধরার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছে।

উল্লেখযোগ্য আয়োজন:থিম সং ও নৃত্য পরিবেশনা।বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য সম্মাননা।বিশেষ বক্তৃতা ও কৃতী ব্যক্তিদের সংবর্ধনা। দৈনিক বাংলাদেশ সমাচার-এর ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী ছিলো আনন্দঘন, গৌরবময় এবং সবার জন্য স্মরণীয়।

Share:

More Posts