ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
“ছাত্র-শিক্ষক কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগীতা চাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের ভান্ডারিয়ায় জাতীয় ইঁদুর নিধন অভিযান-২০২৪ এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক মোঃ ইয়াছিন আরাফাত রান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত কৃষি অফিসার মোঃ রেজাউল করিম কৃষক আব্দুল মালেক প্রমুখ।
এর পরে ২০২৪-২৫ অর্থ বছরের কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে উপজেলার প্রায় ১৪৯০ জন কৃষক দের মাঝে
বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।