পিরোজপুর প্রতিনিধি
ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভান্ডারিয়া বিএনপির পৃথক দুটি বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা বিএনপির আয়োজনে বিএনপির উদ্যেগে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রির্জাভ পুকুর পারে এক আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহবায়ক আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ মনির হোসেন আকন, সিকদার জাকির হোসেন বাচ্চু, আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ওয়াসীম মান্নান উৎপল, উপজেলা স্বেচ্ছা সেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মো: সাইফুল ইসলাম বাপ্পি, পৌর যুবদলের সদস্য সচিব মো: জাহিদুল ইসলাম রনি, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আল আমিন মুন্সী, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবয়ক মো: শাহিরাজ প্রমূখ।
আপদিকে বিকেলে ভান্ডারিয়া বাসস্ট্যান্ড কলেমা চত্বর থেকে উপজেলা বিএনপি ও এর সহযোগী সংগঠনের ব্যনারে (মাহমুদ হোসেন নেতৃত্বাধীন বিএনপি) একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে পথ সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন, পৌর বিএনপির আহবায়ক আঃ মান্নান হাওলাদার উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক মো. গোলাম মোস্তফা শরীফ, দেলোয়ার হোসেন বিপ্লব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মিজানুর রহমান মিলন, যুবদল নেতা মো. মিরাজুল ইসলাম, মো. সামজীদ সরোয়ার, উপজেলা ছত্রদলের আহবায়ক মাহফুজুল ইসলাম উজ্জল প্রমূখ।