মোঃ কবির হোসেন
পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার পাথরঘাটায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে জাতীয় গণমাধ্যমে প্রকাশিত পাথরঘাটার দুর্নীতির স্থিরচিত্র প্রদর্শন করে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দুর্নীতি প্রতিরোধ ও দমন নিয়ে বিভিন্ন করণীয় তুলে ধরা হয়।
গতকাল সোমবার সকাল ১০টায় পাথরঘাটা প্রেসক্লাবের সামনে দুর্নীতি বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে “দুর্নীতি দমন ও প্রতিরোধে করণীয়” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রোকোনুজ্জামান খান। উপস্থিত ছিলেন:উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ এমাদুল হক,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সহকারী অধ্যাপক আহসান হাবীব,সাধারণ সম্পাদক মির্জা শহিদুল ইসলাম খালেদ,পৌর বিএনপির সদস্য সচিব ইসমাইল সিকদার,সিনিয়র যুগ্ম আহ্বায়ক এরফান আহমেদ সোয়েন,কমিটির সদস্য আমিন সোহেল ও মরিয়ম চৌধুরী জেবু প্রমুখ।।
সভায় বক্তারা বলেন,পাথরঘাটায় পূর্ববর্তী সরকারের সময় ঘটে যাওয়া নানা অনিয়ম ও দুর্নীতির ঘটনা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এসব চিত্র প্রদর্শনের মাধ্যমে দুর্নীতি প্রতিরোধে সচেতনতা তৈরি হয়েছে।জাতীয় গণমাধ্যমে প্রকাশিত দুর্নীতিবাজদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানানো হয়।
পৌর বিএনপির সদস্য সচিব ইসমাইল সিকদার বলেন, পাথরঘাটায় এই প্রথমবারের মতো প্রকাশিত দুর্নীতির সংবাদ একত্রে প্রদর্শন করা হয়েছে, যা আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসকে সার্থক করে তুলেছে।
পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রোকোনুজ্জামান খান বলেন, পরিবার থেকেই দুর্নীতি বিরোধী শিক্ষা শুরু করতে হবে। শুধু আর্থিক দুর্নীতি নয়, যে কোনো অনিয়ম থেকেই দুর্নীতির সূচনা হয়। তাই দুর্নীতি প্রতিরোধে সচেতন হতে হবে।